1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ মাসে ভারি বর্ষণ, ঘূর্ণিঝড় : আবহাওয়া অফিস

৩ অক্টোবর ২০২২

এ বছর অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর৷ সেইসঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কার কথাও জানিয়েছে৷

https://p.dw.com/p/4HgKA
সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ৩.৪% বেশি বৃষ্টি হয়েছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ভারি বর্ষণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কিছু এলাকায় আকস্মিক বন্যাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস৷

অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে৷ এছাড়া এই মাসে একটি থেকে দুটি লঘুচাপও হতে পারে৷ যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের৷''

এছাড়া ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যার শঙ্কার কথাও রয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে৷ এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে৷ আর সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে তিন থেকে চার দিন৷

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতি মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) বিদায় নেওয়া কথা রয়েছে৷ তাই এ সময় দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে৷

সাধারণত জুলাই ও আগস্ট হল ভারি বর্ষণের মাস, কিন্তু ওই মাসগুলোতেও তেমন বৃষ্টি না হওয়ায় গরমে হাঁসফাঁস করেছে মানুষ৷ আবার সেপ্টেম্বরে এসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ৩.৪% বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা৷

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)