ঋণখেলাপীরা প্রার্থী হওয়ায় বিব্রত নির্বাচন কমিশন
৫ ডিসেম্বর ২০০৮প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন৷ বক্তৃতার পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন বার বার তফসিল পরিবর্তনের কারণে ডিসেম্বরের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি-না৷ ২৯শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে আর কোন সংশয় আছে কি না-এ প্রশ্নও ছিল সাংবাদিকদের৷ জবাবে তিনি বলেন, কোন সংশয় নেই৷ আর এই নির্বাচন হবে মনে রাখার মত একটি নির্বাচন৷
তবে তিনি ঋনখেলাপীদের নির্বাচনে দাঁড়ানো নিয়ে হতাশা প্রকাশ করেন৷ তিনি বলেন, আদালত থেকে স্থগিত আদেশ এনে অনেক ঋণখেলাপী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন৷ যা লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকর৷
অন্যদিকে, নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে সারাদেশে ৫৫৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে৷ এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি৷ বাছাইয়ের পর ৩ শ' আসনের মধ্যে ১৫টি আসনে বিএনপির এখন কোন প্রার্থী নেই৷
এ অবস্থায় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ার সমালোচনা করেছেন৷ তিনি নির্বাচন কমিশনকে বাছাই প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন৷
খন্দকার দেলোয়ার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ই ডিসেম্বর৷ তার পরদিন থেকে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করতে হবে৷ এই শর্তেই বিএনপি ও চারদলীয় জোট নির্বাচনে এসেছে৷ তা না হলে তারা নতুনভাবে সিদ্ধান্ত নিতে পারে৷