1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণখেলাপীরা প্রার্থী হওয়ায় বিব্রত নির্বাচন কমিশন

হারুন উর রশীদ স্বপন৫ ডিসেম্বর ২০০৮

আদালতের সিদ্ধান্তে ঋণখেলাপীরা প্রার্থী হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এতে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে৷ অন্যদিকে, চুড়ান্ত বাছাইয়ের পর ১৫টি আসনে বিএনপির কোন প্রার্থী নেই৷

https://p.dw.com/p/GAEX
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন৷ বক্তৃতার পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন বার বার তফসিল পরিবর্তনের কারণে ডিসেম্বরের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি-না৷ ২৯শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে আর কোন সংশয় আছে কি না-এ প্রশ্নও ছিল সাংবাদিকদের৷ জবাবে তিনি বলেন, কোন সংশয় নেই৷ আর এই নির্বাচন হবে মনে রাখার মত একটি নির্বাচন৷

তবে তিনি ঋনখেলাপীদের নির্বাচনে দাঁড়ানো নিয়ে হতাশা প্রকাশ করেন৷ তিনি বলেন, আদালত থেকে স্থগিত আদেশ এনে অনেক ঋণখেলাপী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন৷ যা লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকর৷

অন্যদিকে, নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে সারাদেশে ৫৫৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে৷ এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি৷ বাছাইয়ের পর ৩ শ' আসনের মধ্যে ১৫টি আসনে বিএনপির এখন কোন প্রার্থী নেই৷

এ অবস্থায় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ার সমালোচনা করেছেন৷ তিনি নির্বাচন কমিশনকে বাছাই প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন৷

খন্দকার দেলোয়ার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ই ডিসেম্বর৷ তার পরদিন থেকে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করতে হবে৷ এই শর্তেই বিএনপি ও চারদলীয় জোট নির্বাচনে এসেছে৷ তা না হলে তারা নতুনভাবে সিদ্ধান্ত নিতে পারে৷