ঋণখেলাপিদের আইনের আওতায় আনতে কে কোন দলের তা বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি শুধু এস আলম নয়, কোনো ঋণখেলাপির দেশীয় সম্পত্তি কেউ যেন না কেনেন সে পরামর্শ দেন৷ কারণ, খেলাপির অর্থ আদায়ে সেগুলো জব্দ করা হতে পারে৷ ব্যাংকখাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কারের কথা বলেন তিনি৷ দ্রব্যমূল্য কমাতে উদ্যোগের আশ্বাসও দেন৷