উহান যেন মাস্কের নগরী
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ছুটি শুরু শুক্রবার থেকে৷ কিন্তু করোনাভাইরাসের কারণে এই উৎসবই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভাইরাসের কারণে চীনের উহান শহরে জনজীবন প্রায় থমকে গেছে৷ মৃত্যু হয়েছে ২৫ জনের, আক্রান্ত ৮৩০৷
বন্ধ গণপরিবহন
উহানসহ আশেপাশের অন্তত ১০টি নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷
বন্ধ উপাসনালয় ও বিনোদন পার্ক
ভিড় এড়াতে উহানসহ কয়েকটি নগরীতে মন্দির এবং বিনোদন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাধারণত চীনা নববর্ষের ছুটিতে মন্দিরে মেলা আয়োজন করা হয়, বিনোদন পার্কে থাকে উপড়ে পড়া ভিড়৷
উহানে নতুন হাসপাতাল
করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়৷ এ কারণে ঝুঁকি কমাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় উহানে আলাদা একটি এক হাজার শয্যার হাসপাতাল তৈরির কাজ দ্রুত গতিতে চলছে৷
ডাব্লিউএইচও-র জরুরি অবস্থা ঘোষণা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে৷ তবে এখনই একে মহামারি ঘোষণা করা হচ্ছে না৷
তারপরও থেমে নেই জীবন
উহান রেলস্টেশনে নামা যাত্রী হু বলেন, ‘‘আমি কী করতে পারি? চীনা নববর্ষ শুরু হয়েছে৷ আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতেই হবে৷’’
বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস
উহানে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়৷ সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হয়৷
সাপ থেকে মানব দেহে
সাপ থেকে মানব দেহে করোনা ভাইরাস ছড়িয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷
মাস্ক কিনতে দোকানে ভিড়
উহানসহ আশেপাশের নগরীতে ওষুধের দোকানে মাস্ক কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ৷
সরকারের বিরুদ্ধে অসন্তোষ
উহানে করোনা ভাইরাস প্রতিরোধে শুরুতেই সরকার গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিলে রোগ এতটা ছড়াতে পারতো না বলে মনে করেন অনেকে৷
চীন ছাড়িয়ে অন্য দেশে
এখন পর্যন্ত চীন ছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ তবে অন্য কোথাও মৃত্যুর খবর এখনো শোনা যায়নি৷