1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিআইপির গাড়ি ঘুরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা

৮ জুন ২০১৮

বাংলাদেশে এমন ঘটনা একটু অবাক করার মতোই বটে৷ উলটো পথে আসা এক ভিআইপির পতাকাবাহী গাড়ির সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে এক পুলিশ কর্মকর্তা৷ নির্দেশ দিচ্ছেন গাড়ি ঘুরিয়ে সঠিক পথে যাওয়ার৷

https://p.dw.com/p/2z7x4
ফাইল ছবিছবি: Bdnews24.com

ঘটনাটার মূল ব্যক্তির নাম তারিকুল আলম সুমন৷ বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর৷ প্রধানমন্ত্রীর প্রটোকলে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি৷

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন তারিকুল৷ সাথে উলটো পথে আসা গাড়ির বিরুদ্ধে অভিযানের কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে৷

তারিকুল লিখেছেন, ‘‘গত বছরের মতো এ বছরও রমযানে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় উল্টো পথে যাত্রা, সিএনজি ষ্টেশনে লাইন দিয়ে মূল রাস্তায় প্রতিবন্ধকতা, অবৈধ পার্কিং এসব বিষয়ে আমাদের সিনিয়র অফিসারদের টনক নড়ায় স্বভাবতই এসব অভিযান পরিচালনার জন্য আমার ডাক পড়লো৷ আমিও নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অভিযানে ঝাঁপিয়ে পড়লাম৷ কারণ, এসব অভিযানে ঝামেলা হলে পরবর্তিতে কেউ সহায়তা করে না৷’’

প্রায় প্রতিটি গাড়িতে ৯০০ টাকা করে জরিমানার মামলা করার কথা জানিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, এমপি শাওন, প্রাক্তন এমপি পাপিয়া, ঢাকা জেলা জজ, বিচারপতি, মিডিয়ার ছোট মাইক্রোবাস, সিএনজি, প্রাইভেটকার ও মোটরবাইকসহ অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কথাই এসেছে সেখানে৷

নাম উল্লেখ না করে একজন সিনিয়র মন্ত্রীর কথাও বলেছেন স্ট্যাটাসে৷ উলটো পথে গাড়ি চলতে না দেয়ায় তাঁকে ‘রাবিশ’ বলে গালি দেয়া হয়েছে বলেও দাবি এই পুলিশ কর্মকর্তার৷

ভিআইপিদের সবসময় ছাড় দিয়ে আমজনতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বলে আফসোস তারিকুলের৷ ফেসবুক স্ট্যাটাসে সবাইকে পাশে থাকার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা৷

ভিআইপিদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস দেখানোর জন্য অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন তরিকুলকে৷ ফেসবুকে পোস্ট করা তাঁর একটি ভিডিও দেখা হয়েছে প্রায় আড়াই লক্ষ বারের বেশি৷

এডিকে/এসিবি

গতবছরের ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...