উলকি ছাড়া আবার ফুটবলার কিসের?
হাল আমলের কোনো নামি-দামি ফুটবলারকে উলকি ছাড়া দেখতে পাবেন না৷ উলকি যত বড় আর যত বেশি হবে, ততই ভালো৷ এক কথায়, ব়্যাপ গায়কদের কাছে ‘ব্লিং-ব্লিং’ যা, ফুটবলারদের কাছে উলকিও তাই৷
টোনি ক্রোস
বাবা হবার আগে জার্মানির জাতীয় দলের মিডফিল্ডার টোনি ক্রোসের হাত দু’টো ‘খালিই’ ছিল৷ লেয়ন আর আমেলির জন্মের পর তা বদলে গেছে: টোনির বাঁ হাতে উলকি করা রয়েছে ছেলে লেয়নের মুখ আর সেই সঙ্গে তার নাম ও জন্মের তারিখ; ডান হাতে উলকি করা রয়েছে মেয়ে আমেলির নাম আর জন্মের তারিখ৷ কাজেই টোনির ছেলে-মেয়েদের জন্মদিন ভুলে যাবার কোনো সম্ভাবনা নেই৷
ডেভিড বেকহ্যাম
ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও লস এঞ্জেলেস গ্যালাক্সির সাবেক তারকা ডেভিড বেকহ্যাম নিজের গায়ে তাঁর সব ক’টি ছেলে-মেয়ের নাম ও স্ত্রী ভিক্টোরিয়ার প্রতিকৃতি উলকি করিয়ে রেখেছেন৷ এছাড়া রয়েছেন যিশুখ্রিষ্ট ও একাধিক দেবদূত, সেই সঙ্গে বাইবেল থেকে একটি উদ্ধৃতি: ‘‘আমি আমার প্রিয়তমার ও আমার প্রিয়তমা আমার৷’’
স্লাটান ইব্রাহিমোভিচ
তিন বছর আগে পিএসজি-র তারকা স্লাটান ইব্রাহিমোভিচ তাঁর অন্যান্য উলকির সঙ্গে ৫০ জন অনশনপীড়িত মানুষের নাম যোগ করেন৷ সারা বিশ্বে যে ৮০ কোটির বেশি মানুষ না খেয়ে বা আধপেটা খেয়ে রয়েছেন, তাদের প্রতীক হিসেবে ইব্রাহিমোভিচের এই পদক্ষেপ৷ কিন্তু গোল করার পরে স্লাটান যখন তাঁর জার্সি খুলে ফেলেন, তখন রেফারি তাঁকে যথারীতি হলুদ কার্ড দেখান৷
জেরোম বোয়াটেং
বায়ার্ন মিউনিখের ফুলব্যাক জেরোম বোয়াটেং-এর উলকির মধ্যে নানা ধরনের লেখা ছাড়াও ফুটবলের বিশ্বের একাধিক প্রতীক পাওয়া যাবে৷ তাঁর ডান কনুইতে চ্যাম্পিয়নস লিগের সরকারি বলটি উলকি করা রয়েছে; আবার ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতার পর বোয়াটেং তাঁর পায়ের ডিমে সেই কাপের একটি উলকি করান৷ তবে ২০১৮ সালের জন্য এখনও জায়গা আছে...৷
লিওনেল মেসি
ফুটবলের জগতে লিওনেল মেসির নাম কারো অজানা নয়৷ কিন্তু তাঁর কোমরের নীচে যে দু’টি লাল ঠোঁট উলকি করা আছে, সেটা কি জানতেন?
লিওনেল মেসি (২)
লাল ঠোঁটের আগেই মেসি তাঁর বাঁ পায়ের উলকিগুলোকে পুরোপুরি কালো উলকি দিয়ে ঢেকে দেবার সিদ্ধান্ত নেন৷ পুরনো উলকিগুলো বোধহয় আর পছন্দ হচ্ছিল না, তাই সেগুলোকে ‘কালো মোজার’ অন্তরালে অদৃশ্য করে দেওয়া হলো৷
টিমো হর্ন
কোলোনের গোলকিপার টিমো হর্নের পিঠের উলকিটিতে তাঁর ব্যাপটিজমের সময়কার বাইবেলের লাইন ক’টি ছাড়াও একটি সিনেমার পোস্টারের কায়দায় আঁকা ছবি রয়েছে৷ উলকিটি করেছেন উলকি জগতের নামকরা শিল্পী অস্কার ‘‘দা ভিঞ্চি’’ বোগে, অনেক বড় বড় ফুটবলার যার বাঁধা খদ্দের৷
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
বিশ্বের যে সেরা ফুটবলারের কথায় কথায় জামা খুলে ফেলে ‘সিক্সপ্যাক’ দেখানোর প্রবণতা আছে, তাঁর গায়ে কিন্তু একটিও উলকি নেই!