1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থির শিক্ষাঙ্গন

১৩ সেপ্টেম্বর ২০১২

শিক্ষাঙ্গনে অস্থিরতা লেগেই আছে৷ আজ এ বিশ্ববিদ্যালয়ে তো কাল আরেকটিতে৷ এ পরিস্থিতি থেকে কীভাবে বেরোনো সম্ভব? ইমদাদুল হক মিলন মনে করেন, উপাচার্যদের ক্ষমতা বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে হবে৷

https://p.dw.com/p/167Tz
ছবি: DW

বুয়েট পরিস্থিতি শান্ত হবার পরও নিশ্চিন্ত থাকা যাচ্ছে না৷ বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতের কথা মাথায় রেখে একটু বেশি সতর্কতা অবলম্বন করা দরকার মনে করছে সরকার৷ বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে সে কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ উপাচার্যদের সতর্ক থাকতে বলেছেন তিনি৷ আর সবার মতো শিক্ষাঙ্গনের এমন পরিস্থিতিতে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনও উদ্বিগ্ন৷

MMT BM/130912/Interview IH Milan on situation in Bangladesh universities - MP3-Mono

তবে উদ্বেগ বা দুশ্চিন্তার পাশাপাশি ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে আশার কথাও শুনিয়েছেন তিনি৷ তাঁর মতে অস্থিরতার প্রধান কারণ অসুন্দর রাজনীতি এবং তার প্রভাব৷ এটা চলছে অনেক দিন ধরেই৷ কিন্তু জাতীয় স্বার্থেই এ অবস্থার পরিবর্তন দরকার৷ পরিবর্তন আনতে পারেন উপাচার্যরাই৷ তবে এত বড় কিছু আশা করার আগে ক্ষমতাও দিতে হবে তাঁদের৷ অবশ্য তাঁর আগে যে ক্ষমতাসীন দলের পছন্দের লোককেই উপাচার্য করার অলিখিত নিয়ম থেকে বেরিয়ে আসা দরকার সাক্ষাৎকারে সে কথাও বলেছেন ইমদাদুল হক মিলন৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য