‘উন্নত দেশগুলি অগ্রণী ভূমিকা পালন না করলে জলবায়ু শরণার্থীর সংখ্যা বাড়বে’
১৬ সেপ্টেম্বর ২০১১সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তীব্রতর হচ্ছে ক্রমশই৷ দূষিত পানীয় জল পান করে বিশ্বে অন্তত পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন৷ রোগাক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ৷ আর বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ৷
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের পরোক্ষ ফল হিসেবে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে৷ তাই এ অবস্থা প্রতিরোধে দ্রুত টেকসই পরিকল্পনা নির্ধারণ প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী৷ তিনি জলবায়ু রাজনীতিতে বড় দেশগুলোর বিরুদ্ধে ছোট দেশের অধিকার খর্বের অভিযোগ এনে বলেন, উন্নত দেশগুলো বাংলাদেশের মতো দেশগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে৷ অন্যদিকে, স্বল্পোন্নত দেশগুলোর জোট এক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে পারছে না৷ সে কারণেই, বর্তমানে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব রাজনীতিতে কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে৷ এমনকি, ‘কিওটো প্রটোকল' মেনে চলার অঙ্গীকার অথবা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার অঙ্গীকারও রক্ষা করে নি পশ্চিমা বিশ্ব৷ মন্তব্য করেন কামরুল ইসলাম চৌধুরী৷
শুধু তাই নয়, ভবিষ্যতে জলবায়ু সংক্রান্ত দরকষাকষির ক্ষেত্রে বাংলাদেশকে আরো কৌশলী হওয়ার পারমর্শ দেন তিনি৷ বলেন, ক্ষতিগ্রস্ত দেশ হলেও আমরা একইসঙ্গে অ্যাডাপটেশন ও মিটিগেশন করতে সম্মত আছি৷ তবে তার জন্য প্রথমেই প্রয়োজনীয় প্রযুক্তি ও অর্থসহায়তহা নিশ্চিত করতে হবে৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক