শবরীমালায় তৃতীয় নারী!
৪ জানুয়ারি ২০১৯শ্রীলংকান সেই নারীর প্রবেশ প্রসঙ্গে স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি মুখ্যমন্ত্রীর কার্যালয়৷ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, শশীকলা নামের সেই নারীর জরায়ু নেই৷ তাই ঋতুবতী বলে প্রবেশাধিকার থাকবে না এমন নীতির বাইরেই পড়েন তিনি৷ বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রবেশ করেন তিনি৷ সে সময় তাঁর সঙ্গে তাঁর স্বামী ও পুলিশ প্রহরা ছিল৷
এদিকে কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিজেপি৷ ভাঙচুর করা হয়েছে শতাধিক বাস৷ গ্রেফতার হয়েছে ২ হাজারের বেশি বিক্ষোভকারী৷
এর আগে সরকারপন্থিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন বিজেপির এক কর্মী৷
উল্লেখ্য, শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী কোনো নারীর প্রবেশাধিকার নেই৷ এই নারীদেরকে ঋতুবতী ও অপবিত্র আখ্যা দিয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছিল মন্দির কর্তৃ্পক্ষ৷ সুপ্রিম কোর্ট ঋতুবতী নারীদের ঐ মন্দিরে প্রবেশাধিকারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন গত বছরের ২৮ সেপ্টেম্বর৷ চার মাস কেটে যাওয়ার পরও ঋতুবতী কোনো নারী এর আগে মন্দিরে প্রবেশ করতে পারেননি৷ গত বুধবার প্রথম ৪০ বছর বয়্সি দুই নারী প্রবেশ করেন৷ এর পরপরই প্রধান পুরোহিত মন্দির শুদ্ধিকরণের জন্য বন্ধ করে দেন৷ শুদ্ধিকরণের পর মন্দির আবার খুলে দেওয়া হয়৷
এফএ/এসিবি (রয়টার্স)