1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরে গেল দক্ষিণের ট্রেন

৩০ নভেম্বর ২০১৮

গত এক দশকে প্রথমবার কোনো ট্রেন কোরিয়ার এক সীমানা অতিক্রম করে আরেক সীমানায় গেল৷ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রকৌশলীদের নিয়ে একটি ট্রেন উত্তর কোরিয়ায় পাড়ি দিয়েছে৷

https://p.dw.com/p/39CR3
ছবি: Reuters/Kim Hong-Ji

এই প্রকৌশলীরা দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ পুনঃস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ আগের রেল লাইনগুলো আধুনিক করা হবে৷

দুই কোরিয়ার মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতার ওপর ভিত্তি করে দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের দ্বার উন্মুক্ত করতে চায়৷ তাই যাত্রী ও পণ্য পরিবহণ এবং বাণিজ্যের সুযোগ তৈরির জন্য এই যোগাযোগ  জরুরি৷

স্থানীয় টেলিভিশনগুলোর ফুটেজে দেখা গেছে, একটি লাল-সাদা-নীল ট্রেন দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ডোরাসান স্টেশন থেকে উত্তরের দিকে রওনা হয়েছে৷ ট্রেনটিতে যে ব্যানার ঝুলছিল, তাতে লেখা ছিল, ‘আয়রন হর্স এখন শান্তি ও উন্নয়নের পথে ছুটছে৷’

গত সেপ্টেম্বরে কিম জং-উন ও মুন জায়-ইনের শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়৷

Nord- und Südkorea planen Bahnverbindung zwischen beiden Ländern
ছুটে চলেছে ট্রেনছবি: Reuters/Kim Hong-Ji

‘‘এই রেল যোগাযোগ পুনঃস্থাপনের মাধ্যমে দুই কোরিয়া আবার এক হবে৷ দুই কোরিয়া একসঙ্গে উন্নয়নের পথে হাঁটবে৷ কোরীয় উপত্যকায় শান্তি জোরদার হবে,’’ এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বলেন দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মিয়োং-গিয়ন৷

তবে শঙ্কা কাটতে এখনো অনেক দূর যেতে হবে৷ উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকলে এই সহযোগিতা বেশি দূর এগোবে না৷

ওয়াশিংটন আগেই বলে দিয়েছে যে, তারা নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, কিন্তু সেজন্য উত্তর কোরিয়াকে প্রমাণ দিতে হবে যে, তারা পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রকল্প থেকে সরে এসেছে৷

এদিকে, শুধু রেল নয়, সামরিক ক্ষেত্রেও সহযোগিতার বার্তা দিয়েছে দুই কোরিয়া৷ তারা সীমান্তবর্তী কমপক্ষে ২০টি গার্ডপোস্ট সরিয়ে নিয়েছে৷ সীমান্তে পুঁতে রাখা অনেক বোমাও সরিয়ে নেয়া হয়েছে৷ এখন সেখানে যৌথভাবে কোরীয় যুদ্ধে নিহত সৈনিকদের অবশেষ খোঁজা হবে৷

জেডএ/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য