উত্তর আয়ারল্যান্ডে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা
উত্তর আয়ারল্যান্ডে সোমবার গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্ট-বিরোধী একটি প্যারেডের পর পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে৷ বোমার আগুনে পুলিশের গাড়ি পুড়তে দেখা গেছে৷ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
গুড ফ্রাইডে চুক্তি কী
উত্তর আয়ারল্যান্ডে তিন দশক ধরে চলা সহিংসতা বন্ধে ব্রিটেন ও আয়ারল্যান্ড সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯৯৮ সালের ১০ এপ্রিল গুড ফ্রাইডে চুক্তি সাক্ষরিত হয়৷ যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সাক্ষরিত চুক্তির ফলে প্রায় তিন দশকের সহিংসতার অবসান হয়েছিল বলে মন্তব্য বিশ্লেষকদের৷
রয়েছে বিরোধী মতও
গুড ফ্রাইডে চুক্তিকে শান্তি স্থাপনকারী হিসেবে দেখা হলেও সেখানকার বিরোধী রিপাবলিকানরা দিনটিকে ব্রিটিশদের বিরুদ্ধে ইস্টার রাইজিং রেবেলিয়ন হিসেবে পালন করে থাকে৷
বিরোধীদের প্রতিবাদ
সংঘাত, সহিংসতার অবসান করেছে বলা হলেও দেশটিতে চুক্তিবিরোধীরাও কম শক্তিশালী নয়৷ সোমবার চুক্তির বিরোধিতা করে প্যারেডের আয়োজন করে তারা৷
নিরাপত্তারক্ষীদের সতর্ক অবস্থান
চুক্তির বিরোধী পক্ষ সহিংসতা করতে পারে- এমন আশঙ্কা ছিল নিরাপত্তারক্ষীদের৷ এ কারণে বিরোধীদের মিছিলের সময় সতর্ক অবস্থানে ছিল তারা৷
পেট্রোল বোমা নিয়ে অপেক্ষায়
মাস্ক পরিহিত এই তিন যুবক পেট্রোল বোমা নিয়ে অপেক্ষা করছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চুক্তি বিরোধী প্যারেডের পর পেট্রোল বোমা হাতে অপেক্ষা করছিলেন তারা৷
জ্বলছে পুলিশের গাড়ি
পেট্রোল বোমা হামলায় রাস্তার পাশে পুলিশের গাড়িটি পুড়তে দেখা যাচ্ছে৷ তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷
রাস্তায় পট্রোল বোমা
সোমবারের এই ঘটনার সময় সাংবাদিকের ক্যামেরায় এভাবেই পেট্রোল বোমায় পুড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে৷ ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার উপরে ছুঁড়ে মারা একটি বোমার আগুন এভাবেই ছড়িয়ে পড়েছে৷ তবে ঠিক কয়টি জায়গায় পেট্রোল বোমা হামলা হযেছে তার বিস্তারিত জানা যায়নি৷
‘উন্মত্ত আচরণ’
বিরোধীদের এমন হামলাকে ‘উন্মত্ত আচরণ’ বলছে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ৷ দায়ীদের বিচারের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়৷