1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উগ্র ইসলামপন্থিদের সন্তানরা জার্মানির জন্য হুমকি'

৬ আগস্ট ২০১৮

জার্মানিতে উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানরা দেশটির জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন আভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রধান হানৎ-জর্জ মাসেন৷ এ নিয়ে জার্মানিতে চলছে তুমুল আলোচনা৷

https://p.dw.com/p/32ggT
ছবি: picture-alliance/chromorange/R. Peters

উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানেরা আগামী বছরগুলোতে জার্মানির নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি৷

আভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ফুংকে মিডিয়া গ্রুপ এক প্রতিবেদনে জানায়, উগ্র ইসলামপন্থি পরিবারে বেড়ে উঠা সন্তানদের মধ্যে উগ্রপন্থি ভাবধারার বিস্তার ঘটছে৷

প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই ধরনের পরিবারের শিশুরা কট্টরপন্থি মনোভাব নিয়ে বেড়ে উঠছে, যা তাদের মধ্যে নিজ গোত্রের বাইরের লোকজন সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়৷

প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে আসা পরিবারগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

এদিকে রক্ষণশীল রাজনৈতিক দলগুলো নাগরিকদের উপর নজরদারির বয়সসীমা কমিয়ে আনার দাবি জানিয়েছে৷ আইন অনুযায়ী, সর্বনিম্ন ১৪ বছর বয়সি কোনো নাগরিককে নজরদারি করতে পারে সরকার৷ বলা বাহুল্য, গোয়েন্দা বিভাগের এ প্রতিবেদনটি রাজনৈতিক দলগুলোর নজরদারির বয়সসীমা কমিয়ে আনার দাবিকে আরো জোরালো করেছে৷

খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়নের মুখপাত্র স্টেফান মায়ের বলেন, বয়সসীমা কমিয়ে এনে নজরদারি করার বিষয়টি মূলত শিশুদেরকে অধিকার সুরক্ষা করতে সহায়তা করবে৷ খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সদস্য ও নর্থ-রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের ইন্টেরিয়র মিনিস্টার হ্যারবার্ট রেউলের দাবি, মধ্যপ্রাচ্যর যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে আসা শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ১৪ বছরের কমবয়সি শিশুদের পুনর্বাসনের ক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

আরআর/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য