উইকিপিডিয়ার দশ বছর পূর্তি শনিবার
১৫ জানুয়ারি ২০১১উইকিপিডিয়ায় নানা বিষয়ে তথ্যের ঘাটতির কথা শোনা যায় প্রায়ই৷ কেউ কেউ আবার এই অনলাইন মুক্তকোষে প্রাপ্ত তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷ কিন্তু তারপরও দুনিয়াজুড়ে তথ্যের এক জনপ্রিয় ঠিকানা উইকিপিডিয়া৷ অবস্থা এমন যে, গুগলে কোন তথ্য চাইলে, নিমিষেই তা হাজির হয় উইকির তথ্যভাণ্ডার থেকে৷
এই উইকিপিডিয়ার জন্মের গল্পটাও একটু ভিন্ন৷ জিমি ওয়েলস নামের এক মার্কিনি পুরুষদের বিনোদনের একটি ওয়েবসাইট চালাতেন৷ খেলাধুলা, নানা গুজব আর নগ্ন ছবি - এই ছিল তাঁর ওয়েবসাইটের বিষয়বস্তু৷ ওয়েলস কিন্তু উইকিপিডিয়ার প্রাথমিক মূলধনটা জোগাড় করেন এই সাইট থেকেই৷ তবে জিমি ওয়েলস উইকিপিডিয়ার কার্যক্রম শুরু করেন আরো একজনকে সঙ্গী করে৷ তিনি ইভান সাংগার৷ উইকিপিডিয়ার শুরুর সংস্থা নিউপিডিয়ার প্রধান সম্পাদক ছিলেন সাংগার৷
২০০১ সালের ১৫ই জানুয়ারি উইকিপিডিয়া ডটকম এর যাত্রা শুরু হয়৷ শুরুর দিকে বেশ কঠোর নিয়মনীতির আওতায় উইকিপিডিয়ায় তথ্য সন্নিবেশ করা হতো৷ তাই সাড়া খুব একটা পাওয়া যাচ্ছিল না৷ পরবর্তীতে তৈরি হয় উইকি সফটওয়্যার৷ এটি উইকিপিডিয়াকে সাধারণের কাছে পৌঁছে দেয়৷
উইকিপিডিয়ায় চাইলে যেকেউ তথ্য সন্নিবেশ করতে পারেন৷ এরপর নানাভাবে সেই তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার চেষ্টা করা হয়৷
শুরুতেই অবশ্য একটু ধাক্কা খেয়েছিল উইকিপিডিয়া৷ ২০০২ সালে এই মুক্তকোষ ছেড়ে চলে যান ইভান সাংগার৷ উইকি'র মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিরোধ ছিল তাঁর প্রস্থানের কারণ৷
সে যাই হোক, উইকিপিডিয়া কিন্তু থেমে থাকেনি৷ জিমি ওয়ালস একের পর এক ভাষায় প্রকাশ করেছেন এই মুক্তকোষ৷ আর উইকি ভাণ্ডারে তথ্য প্রদানে সহায়তা করছেন হাজার হাজার সেচ্ছাসেবী৷ অবস্থা এমন যে, বর্তমানে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে নিবন্ধিত ভুক্তির সংখ্যা ৩,৫২৬,০০০৷ বাংলা ভাষায় উইকিতে রয়েছে ২২ হাজারের বেশি ভুক্তি৷
ইন্টারনেটের এই মুক্ত বিশ্বকোষের বয়স এখন এক দশক৷ ১৫ই জানুয়ারি সারাবিশ্বের ৩০০ শহরে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তির উদযাপন করা হবে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ