ঈদ : কোথাও হাসি, কোথাও অশ্রু
বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর৷ কিন্তু গাজায় ঈদের আনন্দ নেই৷ ঈদের দিনেও সেখানে শিশু কেঁদেছে প্রিয়জন হারানোর বেদনায়, ইসরায়েলি হামলার প্রতিবাদে হাতে তুলে নিয়েছে খেলনা পিস্তল৷ এ নিয়েই আমাদের ছবিঘর৷
বাংলাদেশে ঈদ
কয়েকটি গ্রাম বাদ দিলে প্রায় সারা বাংলাদেশেই ঈদ-উল-ফিতর পালিত হয়েছে মঙ্গলবার৷ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়ার দৃশ্য৷
জানাজায় শিশুর কান্না
গাজার মুসলমানদের জন্য ঈদ এসেছে যুদ্ধের ভয়াবহতা নিয়ে৷ ইসরায়েল ঈদ উপলক্ষ্যে হামলা বন্ধ রাখার ঘোষণা দিলেও সোমবার রাত থেকেই বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়৷ ঈদের দিনে জানাজাও হয়েছে সেখানে৷ এক জানাজায় প্রিয়জন হারানোর বেদনায় কাঁদছে এক ফিলিস্তিনি শিশু৷
আতঙ্ক
ঈদের দিনেই ইসরায়েলের হামলা৷ চোখের সামনে মাটিতে মিশে গেল একটি বাড়ি৷ মারা গেল ৮ শিশুসহ ১০ জন, গুরুতর আহত ৪০ জনের মতো৷ এই কিশোরী প্রাণে বেঁচেছে, তবে তার চিরসঙ্গী হয়েছে মৃত্যু আতঙ্ক৷
প্রবাসে ঈদ
সিঙ্গাপুরের একটি মসজিদে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন প্রবাসী বাংলাদেশিরা৷
বৃষ্টি উপেক্ষা করে...
বাংলাদেশের মতো পাকিস্তানের বেশিরভাগ এলাকাতেও ঈদ-উল-ফিতর পালিত হয়েছে মঙ্গলবার৷ প্রবল বর্ষণের মাঝেই ঈদের নামাজ পড়েছেন অনেক শহরের মানুষ৷ লাহোরের বাদশাহী মসজিদে ঈদের নামাজ৷
নাইজারে ঈদ
পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ নাইজার৷ নাইজেরিয়া আর বেনিনের প্রতিবেশী এই দেশে সোমবার ঈদ-উল-ফিতর পালিত হয়েছে৷
ঈদে ইথিওপিয়া
দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগসহ অনেক সমস্যায় জর্জরিত আফ্রিকার আরেক দেশ ইথিওপিয়ার মানুষদের মুখে এবারও অনাবিল হাসি এনেছে ঈদ-উল-ফিতর৷ রাজধানী আদ্দিস আবাবায় ঈদের জামাত৷
জার্মানিতে ঈদ
জার্মানির মুসলমানরাও বিপুল উৎসাহ নিয়েই পালন করেছেন ঈদ৷ বন শহরে ঈদ উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন ইন্দোনেশীয় মুসলমানরা৷
ঈদে দুবাই
দুবাইয়ের মুসল্লিরা ঈদের নামাজ পড়ে উৎসব উদযাপন শুরু করেন সোমবার৷ যাবিল মসজিদে ঈদের জামাত৷
সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় মসজিদে...
বিশ্বের সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে বড় মসজিদ সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ আল-হারাম৷ সোমবার ঈদের নামাজ পড়তে সেখানে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমান৷
শিশুমনে ঈদের নাচন
শিশুমনে ঈদের নাচন আফগানিস্তানে এমন দৃশ্য খুব কমই চোখে পড়ে৷ যুদ্ধ, বোমা হামলা, চালকবিহীন বিমান হামলার এ দেশেও ঈদে সাধারণ মানুষ আনন্দে মাতে৷ কাবুলের কয়েকটি শিশুর মনেও লেগেছিল আনন্দের দোলা৷
আতঙ্কের জনপদে...
মুরগি বিক্রি করতে গাজার রাস্তায় নেমেছে এক তরুণ৷ কেউ যদি যুদ্ধের বিভীষিকা তুচ্ছ করে একটা মুরগিও কিনতে আসে!
শিশুর ক্ষোভ
জেরুসালেমের আল-আকসা মসজিদে সোমবার ঈদের জামাত হয়ে গিয়েছিল ইসরায়েলি হামলা-বিরোধী প্রতিবাদসভা৷ এক শিশু হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাতে হাতে তুলে নেয় প্লাস্টিকের বন্দুক৷