1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে টিভি

৩০ অক্টোবর ২০১২

বাংলাদেশে ঈদ মানে টিভি চ্যানেলগুলোতেও উৎসব৷ ৬ দিন ধরে চলে অনুষ্ঠানের বর্ণিলতায় একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা৷ কিন্তু এ প্রতিযোগিতা সার্বিকভাবে ক্ষতিই করছে৷

https://p.dw.com/p/16ZGc
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

বরাবরের মতো ঈদ-উল আযহা উপলক্ষ্যে এবারও ভালো ভালো অনুষ্ঠান দিয়ে দর্শকমন ভরানোর প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো৷ কেমন হচ্ছে অনুষ্ঠান? দর্শকমন ভরছে তো? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোকেয়া প্রাচি হতাশ৷ দেশের স্বনামধন্য অভিনেত্রী হয়েও খুব আশার কথা তিনি বলতে পারলেন না, তাঁকে বলতে হলো, প্রথম তিন দিনে ‘‘মাত্র একটা নাটক ভালো লেগেছে আমার৷'' মাতিয়া বানু শুকু পরিচালিত সেই নাটকের বাইরে অন্যগুলো ভালো না লাগার মূল কারণ মূলত কাহিনীর গতানুগতিকতা৷ নির্মাণ বা অভিনয়শৈলীতেও অবশ্য আহামরি কিছু দেখেননি সেগুলোতে৷ এর কারণ জানাতে গিয়ে তিনি বললেন, ‘‘গত দু-তিন বছরে ঈদে যে নাটকগুলো হয়েছে এবারের নাটকগুলো প্রায় কাছাকাছি, ওগুলোরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে৷''

Bangla Cinema
‘নাটক ভালো না লাগার মূল কারণ মূলত কাহিনীর গতানুগতিকতা’ছবি: Samir Kumar Dey

তাহলে কি ভালো পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকের অভাব দেখা দিয়েছে? রোকেয়া প্রাচি একেবারেই তা মনে করেন না৷ বরং ঈদ এলে টিভি চ্যানেলগুলোর ছয় দিনের উৎসবে নেমে পড়ারই কোনো যুক্তি দেখেন না তিনি৷ সরকারি ছুটির তিন দিন শেষ হলে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেন – এ বিষয়টি তো গুরুত্ব পাচ্ছেই, তাঁর কাছে আরো গুরুত্বপূর্ণ আসলে লম্বা একটা সময় ধরে নাটক বা অনুষ্ঠান পরিবেশনের অসুবিধেগুলো৷ ওটা এমন এক চাপ যা সামাল দিতে গিয়ে গুণগত মানে বড় রকমের ছাড় দিতে হয়৷ নাটক বেশি হয়, অভিনেতা-অভিনেত্রীদের কেউ কেউ কাজের প্রচুর সুযোগ পেয়ে খুশি হন ঠিকই, কিন্তু ভালো কাজ করার তৃপ্তি সেখানে খুব একটা থাকেনা৷

প্রাচি মনে করেন, টিভি চ্যানেলগুলোতে ছয় দিনের উৎসব হলে সেটা কখনো সম্ভব নয়৷ এক্ষেত্রে তাদের ঈদ-আয়োজনকে তিন দিনে নিয়ে এলে যে অনেক বেশি ভালো নাটক এবং অনুষ্ঠান উপভোগ করা যাবে তা বোঝাতে গিয়ে রোকেয়া প্রাচি বলেন, ‘‘টেলিভিশন চ্যানেলগুলো ছয়দিনব্যাপী ঈদের যে উৎসবটা করে, তাতে অনেক বেশি নাটক প্রচার করার প্রতিযোগিতার কারণে মান বজায় রাখা যায়না৷ যদি তিন দিনের উৎসব হতো, তাহলে অনেক মানসম্পন্ন নাটক তৈরির প্রতিযোগিতা থাকতো, আমরা এক্সক্লুসিভ নাটক দেখতে পেতাম৷''

Bangla Cinema
‘ছয়দিন ধরে অনুষ্ঠান পরিবেশন একটা সমস্যা’ছবি: Samir Kumar Dey

এমন আশা করার পেছনে যুক্তিটাও অগ্রাহ্য করার মতো নয়৷ ইন্ডাস্ট্রিতে টাকা কোনো সমস্যা নয়৷ বরং চ্যানেল বেশি, স্পন্সরও নেহায়েত কম নয় বলে, বেশিরভাগ পরিচালক, শিল্পী-কলাকুশলিই নেমে পড়ছেন বেশি বেশি কাজ করে সাময়িক তৃপ্তি লাভের প্রতিযোগিতায়৷ তাই ঈদ আয়োজনে খুব ভালো কিছু না দেখার জন্য এ বিষয়টিকেই দায়ী করলেন প্রাচি, বললেন, ‘‘আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে পরিমাণ টাকা লগ্নি হচ্ছে সেই অনুপাতে কোয়ালিটি বেরিয়ে আসছে না৷ অনেক বেশি নাটক বানাতে হবে, একেকজন আর্টিস্টকে পঁচিশ-ত্রিশ-পঞ্চাশটা নাটকে অভিনয় করতে হবে, একজন নির্মাতার সাতটা চ্যানেলে নাটক যেতে হবে, এই স্থূল প্রতিযোগিতাটা আসলে কোয়ালিটিটাকে নষ্ট করে দিচ্ছে৷''

চ্যানেলগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে, কিন্তু তা আবার সব ধরনের অনুষ্ঠান নিয়ে নয়৷ মূলত নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান আর টক শো-র মধ্যেই সীমাবদ্ধ এ প্রতিযোগিতা৷ সব চ্যানেলের সব অনুষ্ঠানই প্রায় একরকম৷ ঈদের ছয়দিনের গানের অনুষ্ঠানে সিনিয়র শিল্পীদের আরো বেশি সুযোগ দিলে খুশি হতেন প্রাচি৷ এ সময়ে টক শো-র বৈচিত্র্যহীনতাও তাঁর কাছে খুব পীড়াদায়ক ঠেকেছে৷ তবে বাংলাদেশের এই সুঅভিনেত্রী বেশি হতাশ শিশুদের অনুষ্ঠান নিয়ে৷ তাঁর মনে হয়, শিশুদের জন্য অনুষ্ঠান করার কথা হয়তো গুরুত্ব দিয়ে কেউ ভাবেনই না৷ দেশের টিভি চ্যানেলগুলোতে শিশুদের জন্য ভালো কোনো অনুষ্ঠান হয় না বলে নিজের মেয়েকে বাধ্য হয়ে বিদেশি চ্যানেলে কার্টুন দেখতে দিতে হয় – প্রাচির এ আক্ষেপ বোধহয় কান পাতলে বাংলাদেশের অনেক ঘরেই শোনা যাবে!

Bangla Cinema
‘ঈদে শিশুদের জন্য অনুষ্ঠান করার কথা গুরুত্ব দিয়ে কেউ ভাবেনই না’ছবি: Samir Kumar Dey

দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকাগুলো বড় আঙ্গিকে বিশেষ সংখ্যা প্রকাশ করে ঈদ-উল ফিতরের আগে৷ সেই তুলনায় ঈদ-উল আযহা তাদের কাছে অবহেলিত৷ এবারও তাই এই ঈদের বিশেষ সংখ্যায় তেমন কোনো বিশেষত্ব ধরা পড়েনি রোকেয়া প্রাচির চোখে৷ এ বিষয়টি অবাকই করে তাঁকে৷ তাঁর মতে, পত্রিকাগুলোর উচিত ঈদ-উল আযহায় ঈদ-উল ফিতরের চেয়েও গুরুত্ব দিয়ে বিশেষ সংখ্যা বের করা, কেননা, এই ঈদে মানুষ আরো লম্বা ছুটি উপভোগ করেন৷

প্রতিবেদন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য