ইয়েমেনে বন্দি বিনিময়ে মতৈক্য
২৮ সেপ্টেম্বর ২০২০ইয়েমেনে ২০১৪ সালে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরুর পর এত বড় আকারে কখনো বন্দি বিনিময় হয়নি। রোববার দুই পক্ষই এক হাজার ৮১ জন বন্দিকে বিনিময় করতে রাজি হয় বলে জাতিসংঘ জানিয়েছে।
সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সেখানেই এই সমঝোতা হয়।
সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, সমঝোতা অনুযায়ী, ৬৮১ জন বিদ্রোহীকে হুতির হাতে দেয়া হবে। আর তাঁরা ৪০০ জন সরকারি নিরাপত্তা বাহিনীর কর্মী ও বন্ধু দেশের নাগরিকদের ছেড়ে দেবে। এর মধ্যে ১৫ জন সৌদি আরবের ও চারজন সুদানের নাগরিক আছেন।
ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''আজ এক হাজারের বেশি পরিবারের কাছে খুবই খুশির দিন। তাঁদের প্রিয়জনেরা আবার তাঁদের কাছে ফিরতে পারবেন। এর আগে অল্প স্বল্প বন্দি বিনিময় হলেও এতজন বন্দিকে একে অপরের হাতে কখনো তুলে দেয়নি।''
বিদ্রোহীদের তরফে এক আধিকারিক মিডিয়াকে জানিয়েছেন, ''অক্টোবরের মাঝামাঝি থেকে এই বন্দি বিনিময় শুরু হবে।'' বিদ্রোহীদের প্রধান আব্দেল-কাদের আল-মুর্তাদা বলেছেন, ''চার দফা আলোচনার পর এই মতৈক্য হয়েছে। এটা নিঃসন্দেহে দুই মধ্যবর্তী বরফ গলার ইঙ্গিত।''
ইয়েমেনের বিদেশমন্ত্রী মোহাম্মদ আল-হাধামি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, ''এটা একটা মানবিক পদক্ষেপ।'' তাঁর দাবি, এ''ই সমঝোতার রূপায়নে যেন দেরি না হয়। এটা যেন বন্ধ না হয়।''
জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ)