ইয়াসির আরাফাত আজও আছেন স্মরণে
১২ নভেম্বর ২০১৪ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত মারা যান ২০০৪ সালের ১১ নভেম্বর৷ ফ্রান্সে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যুকে রহস্যজনক মনে করা হচ্ছে এখনো৷ যদিও ইসরায়েল তাঁর মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে৷
ইয়াসির আরাফাতের মৃত্যুর দশ বছর পূর্তিতে টুইটারে মন্তব্য করেছেন অনেকে৷ অনেকে শেয়ার করেছেন ছবি৷ সেসব ছবিতে কারো বসার ঘরে শোভা পাচ্ছে আরাফাতের বাঁধানো ছবি, কারো বা মোবাইল কভারে আছেন তিনি৷
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে সারাজীবন সংগ্রাম করেছেন ইয়াসির আরাফাত৷ তাঁর আন্দোলনের ধরন নিয়ে রয়েছে বিতর্ক৷ ১৯৯৪ সালে আইজ্যাক রবেন, সিমন প্যারেজের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল জয় করেন আরাফাত৷ মৃত্যুর পর দশ বছর পেরিয়ে গেলেও তাঁর স্বপ্নের ফিলিস্তিনি রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত হয়নি৷ টুইটারে এই বিষয়টি তুলে এনেছেন মেয়ার৷ তিনি লিখেছেন, এখনো কিছু বদলায়নি৷
১৯৮৮ সালে মার্কিন সাময়িকী প্লেবয়কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ইয়াসির আরাফাত৷ সেই সাক্ষাৎকার সেসময় আলোড়ন তুলেছিল৷ মঙ্গলবার প্লেবয় ম্যাগাজিনের সেই সংখ্যাটির প্রচ্ছদ টুইটারে প্রকাশ করেছেন আহমেদ৷ সাক্ষাৎকারের উদ্দেশ্য কি ছিল, সেই প্রশ্ন রেখেছেন তিনি৷
প্রসঙ্গত, মৃত্যুর পর ইয়াসির আরাফাতের মরদেহ রামাল্লায় দাফন করা হয়৷ তবে ভবিষ্যতে তাঁর দেহাবশেষ জেরুসালেমে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ টুইটারে এই খবরটি শেয়ার করেছেন অনেকে৷
উল্লেখ্য, ফিলিস্তিনিরা মনে করেন ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে৷ দুই বছর আগে সুইস বিশেষজ্ঞরা আরাফাতের ব্যক্তিগত দ্রব্যাদি পরীক্ষা করে উচ্চমাত্রার রেডিও অ্যাকটিভ টক্সিন পোলোনিয়ামের অস্বাভাবিক উপস্থিতির প্রমাণ পেয়েছেন৷ ফলে তাঁর মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে৷