1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্টারের সময়েও ম্যার্কেলের বিশেষ আহ্বান

২ এপ্রিল ২০২১

করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে জার্মানির মানুষকে ‘শান্ত পরিবেশে’ ইস্টারের ছুটি কাটাতে বললেন চ্যান্সেলর ম্যার্কেল৷ টিকাদান কর্মসূচিতে আরো গতি এনে পরিস্থিতির উন্নতিরও আশা দেখালেন তিনি৷

https://p.dw.com/p/3rWRf
আঙ্গেলা ম্যার্কেল
আঙ্গেলা ম্যার্কেলছবি: Stefanie Loos/AFP Pool/dpa/picture alliance

জার্মানিতে বেড়ে চলা করোনা সংক্রমণ ইস্টারের ছুটির সময় আরো মারাত্মক আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন৷ বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ ২৪,০০০ পেরিয়ে গেছে৷ তার উপর বর্তমানে আক্রান্তদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ করোনা ভাইরাসের আরো ছোঁয়াচে ব্রিটিশ সংস্করণ বহন করছে৷ ছুটির সুযোগ নিয়ে আরো বেশি মানুষের সমাবেশ ঘটলে সেই সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে৷

এই অবস্থায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মানুষের উদ্দেশ্যে ইস্টারের ছুটির সময়েও কড়া সরকারি বিধিনিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন৷ তার মতে, এমন আচরণের মাধ্যমে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব৷ এমনকি সেই গতি থামিয়ে ধীরে ধীরে কমিয়ে আনাও যেতে পারে বলে ম্যার্কেল মনে করেন৷ এক ভিডিও পডকাস্টের মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি এমন আবেদন জানিয়েছেন৷

তার মতে, ডাক্তার ও নার্সরা একা এই মহামারি মোকাবিলা করতে পারবেন না৷ ভাইরাসের পরাজয় নিশ্চিত করতে সব মানুষকে সক্রিয় হতে হবে, বলেন জার্মান চ্যান্সেলর৷ তিনি মনে করিয়ে দেন যে, বর্তমানে বয়স্ক মানুষ নয় – বরং অপেক্ষাকৃত কম বয়সি মানুষ হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷ একইসঙ্গে পরিস্থিতির উন্নতির পূর্বাভাষও দিয়েছেন ম্যার্কেল৷ এপ্রিল মাস থেকে করোনা টিকার সরবরাহ বাড়লে করোনার প্রকোপ কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ বিশেষ করে ইস্টারের পর টিকাদান কেন্দ্রের পাশাপাশি ডাক্তারের চেম্বারেও টিকা দেওয়া শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার ও প্রশাসন মনে করছে৷

স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, প্রায় ৩৫,০০০ ডাক্তারের চেম্বার ১৪ লাখ টিকা অর্ডার দিয়েছে৷ ফলে দেশজুড়ে ৪৩০টি টিকাদান কেন্দ্র ছাড়াও মানুষ সহজে কাছাকাছি ডাক্তারের চেম্বারে টিকা নিতে পারবেন৷ টিকাদান কেন্দ্রগুলি সপ্তাহে সাড়ে বাইশ লাখ টিকা পেতে শুরু করবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ উল্লেখ্য, টিকাদান কর্মসূচির প্রথম ১০০ দিনে জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ করোনা টিকার দুটি ডোজ এবং ১১.৬ শতাংশ শুধু প্রথম ডোজ পেয়েছে৷

এদিকে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন৷ তিনি বলেন, জার্মানিতে অনুমোদিত সব টিকার প্রতিই তার আস্থা রয়েছে৷ ৬০ বছরের বেশি মানুষের জন্য টিকা দেওয়া শুরু হবার পর ৬৫ বছর বয়সি স্টাইনমায়ার টিকা নিলেন৷ এই টিকাকে ঘিরে ঘোর সংশয়ের ফলে অনেকেই দোটানায় রয়েছেন৷

জার্মানির ইন্টেনসিভ ও এমারজেন্সি চিকিৎসা সংগঠনের এক বিশেষজ্ঞের মতে, জার্মানির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই সপ্তাহের কড়া লকডাউন, আরো দ্রুত টিকা দেওয়ার উদ্যোগ এবং স্কুল ও হাসপাতালে বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য