ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত অন্তত ১০
১৫ মে ২০২১এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হ্যাডি আমর উত্তেজনা নিরসনে তেল আভিভে পৌঁছান৷ শনিবার প্রথমে জেরুসালেমে ইসরায়েলি নেতাদের সঙ্গে এবং পরে পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে৷ তবে, তার আগেই ইসরায়েলের এই হামলার ঘটনাটি ঘটেছে৷
শনিবার পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে৷ ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ও সাত লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার স্মরণে ১৫ মে দিনটিকে ফিলিস্তিনিরা নাকবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে আসছে৷
শনিবার সকাল থেকেই দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল৷ এক পর্যায়ে গাজা শহরের একটি শরণার্থী ক্যাম্পের কাছের তিনতলা ভবনে ইসরায়েল বিমান হামলা চালায়৷ এতে আট শিশু ও দুই নারী প্রাণ হারান৷ এই হামলায় স্ত্রী ও সন্তান হারানো মোহাম্মদ হাদিদি জানান তার স্ত্রী ও পাঁচ শিশু স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছিলেন৷ তার স্ত্রী ও ছয় থেকে ১৪ বছর বয়সি তিন শিশু মারা গেছে৷ ১১ বছর বয়সি একটি শিশুও নিখোঁজ৷ শুধু পাঁচ বছর বয়সি সন্তান ওমর বেঁচে আছে৷
জামাল আল নাজি নামে গাজার এক বাসিন্দা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল কোন ধরনের সতর্ক বার্তা দেয়নি৷
হামাস জানিয়েছে, এই হামলার জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে পাল্টা রকেট ছুঁড়েছে৷ ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত ২০০ রকেট হামলা চালিয়েছে হামাস৷ এর ১০০টিই দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে৷
শনিবার বিমান হামলায় গাজায় ১২তলা একটি ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল৷ ভবনটিতে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, কাতারের টেলিভিশন চ্যানেল আল জাজিরাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল৷ হামলার আগেই সতর্কবার্তা পেয়ে ভবনটি খালি করায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷
এখন পর্যন্ত চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় গাজায় ১৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন৷ অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে মারা গেছেন আটজন৷
সংঘাত ছড়িয়েছে পশ্চিম তীরেও
এদিকে, শুক্রবার পশ্চিম তীরে ফিলিস্তিনি জনতা ও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে৷ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন হেব্রন ও নেবলুস শহরে৷ এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হন৷
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের হামলাকে ‘নিষ্ঠুর ও সাজানো হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন৷ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের রাজনৈতিক সহায়তাও চেয়েছেন তিনি৷
প্যালেস্টাইন রেড ক্রস গ্রুপ জানিয়েছে, পশ্চিম তীর ও জেরুসালেমে শনিবার সকালে ১৭৫৭ জন আহত হয়েছেন৷ ইসরায়েলের পুলিশ দাবি করেছে সহিংসতা উস্কানিদাতাদের গ্রেপ্তারের জন্য কর্তৃপক্ষ পশ্চিম তীরে অভিযান চালায়৷ এসময় সহিংস প্রতিরোধে অন্তত নয়জন আহত হয়েছেন৷
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, গাজায় চলমান অভিযান ‘এখনও বন্ধ হয়নি'৷
সংঘাত কি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে?
এই অঞ্চলের অন্যান্য দেশের ফিলিস্তিনপন্থীদের সঙ্গেও ইসরায়েলের সংঘাত বাধার আশঙ্কা তৈরি হয়েছে৷ গাজায় হামলার প্রতিবাদ জানাতে জর্ডান ও লেবাননের ইসরায়েল সীমান্তে জড়ো হয়েছেন বহু মানুষ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জর্ডানের সঙ্গে ইসরায়েলের সংযোগ স্থাপনকারী অ্যালেনবি সেতুর দিকে কয়েকশো জর্ডানিয়ানকে ছুটে যেতে দেখা যায়৷
লেবাননের কয়েকজন বিক্ষোভকারী এমনকি ইসরায়েলের সীমান্তবর্তী শহর মেটুলে প্রবেশ করতেও সমর্থ হন৷ ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ঘটনার প্রতিক্রিয়ায় সতর্কতামূলক গুলি ছুড়েছে৷ এতে একজন লেবানিজ মারা গেছেন৷
সংঘাতে জড়িয়ে পড়ছে সিরিয়াও৷ শুক্রবার দেশটি থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ এরমধ্যে দুইটি পড়েছে গোলান হাইটে, অন্যটি সিরিয়ার ভেতরেই ভূপাতিত হয়েছে৷ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷
সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই অস্ত্র সংবরণের আহ্বান জানিয়েছে৷ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বাহরাইন৷
মরক্কো ঘোষণা করেছে তারা পশ্চিম তীর ও গাজায় ৪০ টন খাদ্য, ঔষধ ও কম্বল পাঠাবে৷ মিশর ইসরায়েল ও হামাস নেতাদের সঙ্গে অস্ত্রবিরতির আলাপ শুরু করেছে, যদিও কোন সমঝোতায় এখনও পৌঁছানো যায়নি৷
পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া
উত্তেজনা নিরসনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হ্যাডি আমর শুক্রবার তেল আভিভে পৌঁছান৷ এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন৷ ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীলদের মধ্যে যা নিয়ে বিতর্কের জন্ম হয়েছে৷
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ শুক্রবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন৷ গাজা থেকে রকেট হামলার নিন্দা জানানোর পাশাপাশি অঞ্চলটিতে বেসামরিক নাগরিক হতাতহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন৷
এফএস/এআই (এপি,এফপি, রয়টার্স)