ইসরায়েলের পার্লামেন্টে বাজলো নেতানিয়াহুর বিদায়ঘণ্টা
১৩ জুন ২০২১রোববার ইসরায়েলের আইনপ্রণেতারা এক ভোটের মাধ্যমে জোট সরকারের পক্ষে নিজেদের সমর্থন জানান৷ বিভিন্ন ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করা আটটি দল কেবল নেতানিয়াহুর শাসনের অবসান বিষয়ে একমত হয়ে এই জোট সরকার গঠন করেছে৷ ১২০ আসনের ক্নেসেটে ৬০-৫৯ ব্যবধানে জিতে সরকার গঠন করছে এই জোট৷
রোববারই নেতানিয়াহুর একসময়ের মিত্র নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ইয়েশ আতিদ পার্টির মাইকে লেভিকে ক্নেসেটের স্পিকার নির্বাচিত করা হয়েছে৷
ক্নেসেটের বিশেষ অধিবেশন, উত্তেজনা
সাবেক প্রধানমন্ত্রীর বিদায় এবং নতুন প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন আয়োজন করা হয় ক্নেসেটে৷ নেতানিয়াহু এবং বেনেট দুজনেই অধিবেশনে বক্তব্য রাখেন৷ দুজনের বক্তব্যের সময়েই বিপক্ষের আইনপ্রণেতারা দুয়োধ্বনি দেন৷
বক্তব্যে নাফতালি বেনেট তার জোট ‘পুরো ইসরায়েলের প্রতিনিধিত্ব’ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ বেনেটকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎস জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলের আরব নাগরিকদের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে তার জোট সরকার৷ নেতানিয়াহুকে তার ভূমিকার জন্য ধন্যবাদও জানান বেনেট৷
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও মন্তব্য করেন বেনেট। তিনি বলেন, ‘‘ইসরায়েল ইরানকে পরমাণু বোমার অধিকারী হতে দিবে না৷’’
এদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দল ডানপন্থি লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু জানিয়েছেন বিরোধী ভূমিকায় তার দল শক্তিশালী ভূমিকা পালন করবে।
এডিকে/এফএস