ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত
ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত হয়েছে৷ দক্ষিণ লেবাননে তার গাড়িতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। অন্য়দিকে একটি মলে এক ইসরায়েলির উপর ছুঁরি নিয়ে আক্রমণ হয়েছে।
হেজবোল্লার বয়ান
বুধবার হেজবোল্লার তরফে জানানো হয়েছে, তাদের এক উচ্চপদস্থ নেতাকে হত্য়া করা হয়েছে। এদিকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইসরায়েল আবার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চারজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের বক্তব্য়
ইসরায়েলের তরফে জানানো হয়েছে, তারা হেজবোল্লার উচ্চপদস্থ নেতা মোহাম্মেদ নামেহ নাসেরকে হত্য়া করেছে। অভিযোগ, হেজবোল্লাহের জঙ্গি সংগঠন আজিজের কমান্ডার ছিলেন তিনি। তার নেতৃত্বেই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছিল।
হেজবোল্লার পাল্টা
হেজবোল্লা জানিয়েছে, তাদের কম্য়ান্ডারকে ইসরায়েল হত্য়া করার পর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের দুইটি এলাকায় ১০০টি কাটিয়ুশা রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ফালাক রকেট
ইসরায়েলকে লক্ষ্য করে হেজবোল্লা ফালাক রকেট ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে। অতি শক্তিশালী এই রকেট ইসরায়েল ডিফেন্স ফোর্সের ৭৬৯ ব্রিগেডের ঘাঁটি লক্ষ্য় করে ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।
হামাসের প্রস্তাব
পণবন্দিদের নিয়ে হামাস একটি প্রস্তাব দিয়েছে বলে ইসরায়েলের তরফে জানানো হয়েছে। মোসাদকে উদ্ধৃত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর হামাস যাদের পণবন্দি করেছিল, তাদের ছাড়ার বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তা খতিয়ে দেখছে।
ওয়েস্ট ব্য়াংকের ঘটনা
জর্ডনের দিকে থাকা ওয়েস্ট ব্য়াংকের ১২ দশমিক সাত স্কোয়্য়ার কিলোমিটার এলাকা ইসরায়েল দখল করেছে বলে অভিযোগ। ওই অঞ্চলে তারা হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যাতে অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে।
মলে হামলা
উত্তর ইসরায়েলের একটি মলে এক ব্য়ক্তি ছুঁরি নিয়ে দুই ইসরায়েলির উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় একজন নিহত হয়েছেন। অন্য়জনের আঘাত গুরুতর। আক্রমণকারীকে পুলিশ হত্য়া করেছে।