ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩
১৮ আগস্ট ২০১৯এক টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী জানায়, তারা গাজা ও ইসরায়েল সীমান্তে অবস্থানকারী অস্ত্রধারীদের লক্ষ করে হামলা চালিয়েছে৷ সেখানে দাবি করা হয়, ‘‘বেশ কয়েকজন সন্দেহভাজন অস্ত্রধারীকে ইসরাইলের নিরাপত্তা বেষ্টনীর দিকে আসতে দেখে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করেছি৷''
টুইট বার্তায় ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী আরো দাবি করে যে, গাজার এ অঞ্চল থেকে শনিবার ইসরাইলে তিনটি রকেট হামলা চালানো হয়, যার দুটি তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে৷ আর এর জবাবেই পালটা হামলা চালানো হয়েছে৷
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গাজায় ইসরাইলের ‘নিয়ন্ত্রণ বেড়া' স্থাপনার প্রতিবাদে গত বছর শুরু হওয়া ‘সাপ্তাহিক প্রতিবাদ মিছিলে' ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৩০০ প্রতিবাদকারী নিহত ও প্রায় ১৭ হাজার আহত হয়েছে৷
আরআর/জেডএ(এএফপি, রয়টার্স)