1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নিহত

৩০ জুলাই ২০২১

বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে৷ ইসরায়েলি সেনার গুলিতে নিহত এক ফিলিস্তিনি শিশুকে কবর দেয়ার সময় এই ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3yJiC
ইসরায়েলি সেনা
ইসরায়েলি সেনাছবি: MUSSA ISSA QAWASMA/REUTERS

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, পশ্চিম তীরের হেব্রন শহরের কাছে ফিলিস্তিনি শিশুকে কবর দেয়ার সময় কয়েকশ ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করেন৷ জবাবে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন৷

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পাথরের জবাবে তাদের সেনারা ‘দাঙ্গা থামানোর উপায় হিসেবে ২২ ক্যালিবার বুলেট আকাশে ছুঁড়ে মেরেছে’৷

পাথর ছুড়ছেন ফিলিস্তিনিরা
পাথর ছুড়ছেন ফিলিস্তিনিরাছবি: MUSSA ISSA QAWASMA/REUTERS

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০ বছরের শওকত আওয়াদ ইসরায়েলের গুলিতে আহত হয়েছিলেন৷ পরে হাসপাতালে মারা যান৷

এর আগে বুধবার বাবার সঙ্গে গাড়িতে থাকা ১২ বছরের শিশু মোহাম্মদ আল আলামি ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷

Palästina Israel Palästinenser erschossen bei Kämpfen
১২ বছরের নিহত শিশুর পরিবার, আত্নীয় স্বজনছবি: MUSSA ISSA QAWASMA/REUTERS

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ঐ গাড়িটির চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় একজন সেনা গাড়িটির চাকায় গুলি করেছিল৷ শিশু মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা যাচাই করে দেখছেন বলেও জানিয়েছে তারা৷

দখলকৃত পশ্চিম তীরে সব ইহুদি বসতিকে অবৈধ মনে করে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)