ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৩৭ জনের প্রাণহানি
২ জানুয়ারি ২০২৫১৫ মাস ধরে চলছেহামাস- ইসরায়েল যুদ্ধ৷ যুদ্ধ শুরুর পরই আল-মাওয়াসি জেলার এ অঞ্চলটি ঘর-বাড়ি হারানো মানুষদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজার পুলিশ বিভাগের পরিচালকমাহমুদ সালাহ ও তার সহযোগী হুসসাম শাহওয়ান এই হামলায় নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামাস ইসরায়েলের শহর নেতিভতকে লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা উপত্যাকায় হামলার মাত্রা বাড়ানোর হুমকি দিয়েছেন।
ইসরায়েল কাটজ বলেন, ‘‘আমি গাজার সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানদের উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা দিতে চাই। হামাস যদি দ্রুত তাদের কাছে বন্দি ইসরায়েলের নাগরিকদের মুক্তি না দেয় এবং ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা করে, তাহলে তাদের এমন কঠোর হামলার সম্মুখীন হতে হবে যা তারা অনেকদিন দেখেনি।''
৭ অক্টোবর ২০২৩ হামাসের আক্রমণে এক হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারান এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়৷ তারপর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৫০০ ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন।
এসএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)