1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের ছবির মাথায় সেরার মুকুট উঠল বার্লিনে

২০ ফেব্রুয়ারি ২০১১

এই প্রথম কোন ইরানি ছবি বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা জিতে নিল৷ জেলবন্দি জাফর পানাহিকে স্মরণ করলেন সেরা ছবির নির্দেশক ফারহাদি৷ ইরানের সমাজ ব্যবস্থা নিয়ে এই ছবি৷

https://p.dw.com/p/10KdT
পুরষ্কার হাতে আসগর ফারহাদিছবি: dapd

নাদের অ্যান্ড সিমিন - এ সেপারেশন৷ আসগর ফারহাদির এই ছবি দেখিয়েছে, ইরানের রক্ষণশীল সমাজব্যবস্থায় কীভাবে একটি বিবাহবিচ্ছেদকে ঘিরে অবর্ণনীয় যন্ত্রণা আর ঝঞ্ঝাটের মুখোমুখি হয়েছিল দুটি পরিবারকে৷

ধর্মীয় গোঁড়ামি, কিছুটা জাতিভেদ সংক্রান্ত সমস্যা এসবকেই তুলে ধরেছেন ফারহাদি তাঁর ছবিতে৷ বার্লিনালের জুরিদের সেরা পছন্দের ছবি এবার এই ছবিটিই৷ ফলে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান গোল্ডেন বেয়ার বা স্বর্ণভল্লুকে সম্মানিত হল সেই ছবি৷

ছবিতে সিমিনের ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক ফারহাদির কন্যা সারিনা৷ তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে৷ ফারহাদি মঞ্চে পুরষ্কার নিতে উঠে বলেছেন ইরানে জেলবন্দি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহির কথা৷ প্রত্যয়ী কন্ঠে জানিয়েছেন, আগামী বছর এই মঞ্চে অবশ্যই হাজির থাকবেন পানাহি৷ পানাহির জন্য, তাঁকে সম্মান জানিয়ে বার্লিনের জুরিরা মঞ্চে একটি শূণ্য আসন রেখেছেন এবারের বার্লিনালেতে৷

হাঙ্গেরির নামজাদা নির্দেশক বেলা টার-এর নতুন ছবি উৎসবের দ্বিতীয় সেরা ছবির শিরোপা জিতেছে৷ মনে রাখার মত এই ছবির স্কোর এবং ক্যামেরা, রৌপ্যভল্লুক পুরষ্কার দেওয়ার সময় মন্তব্য করেছেন জুরিরা৷ বেলা টারের সম্ভবত এটাই শেষ ছবি, বলেছেন পরিচালক নিজেই, পুরষ্কার নিতে মঞ্চে এসে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক