ইরানে সংবাদপত্রের বিরুদ্ধে মামলা
২৭ নভেম্বর ২০২৩নথি অনুযায়ী, নারীদেরকে হিজাব পরতে বাধ্য করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই স্বেচ্ছাসেবী দলটিকে নির্দেশনা দেয়া হয়েছিল৷
স্বেচ্ছাসেবী ‘নীতি প্রহরীদের' নিয়ে সরকারের অতি গোপনীয় নথি প্রকাশ করায় ইরানের স্বনামধন্য একটি সংবাদপত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর অফিস৷ বিচার বিভাগের সংবাদ পোর্টাল ‘মিজান' রোববার জানিয়েছে, ইতেমাদ যে নথি প্রকাশ করেছে তা ‘অতি গোপনীয়'৷
ইরানের মেয়েদের পাবলিক প্লেস বা গণপরিসরে মাথা ঢেকে রাখা পোশাক বা হেডস্কার্ফ পরা বাধ্যতামূলক৷ ইতেমাদের প্রকাশিত নথিটি এই আইন প্রয়োগে কয়েক হাজার স্বেচ্ছাসেবী নীতি প্রহরী নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সংক্রান্ত৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে স্বেচ্ছাসেবী দলটির সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিকে এড়িয়ে গিয়েছিল৷ গত সপ্তাহে মন্ত্রণালয় জানিয়েছিল স্বেচ্ছাসেবী এই দলের সদস্যরা মন্ত্রণালয় বা নীতি পুলিশের সদস্য নন৷ কিন্তু ইতেমাদের প্রকাশিত নথিতে দেখা যায় তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে৷
গত মাসেআরমিতা গেরাভান্ড নামে ১৬ বছরের এক মেয়ের মৃত্যুর পর সেচ্ছাসেবী দলটিকে নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইরানে৷ তেহরান মেট্রোতে হিজাব না পরার কারণে নীতি প্রহরীর সদস্যরা তাকে হেনস্তা করেন৷ এরপর তাকে গোপনীয়তা হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান৷ কয়েক সপ্তাহ পরে তার মৃত্যু হয়৷ এই ঘটনাকে এক বছর আগের মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে৷
এফএস/এসিবি (ডিপিএ, মিজান নিউজ পোর্টাল)