ইরানে বিক্ষোভের সমর্থনে বিভিন্ন দেশে দেয়ালচিত্র, বিক্ষোভ
ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের সমর্থনে বিশ্বের অনেক দেশের গ্রাফিতি আর্টিস্টরা গ্রাফিতি আঁকছেন৷
মেক্সিকোর ইরান দূতাবাসে
মেক্সিকোর ইরান দূতাবাসের দেয়ালে এক নারী স্প্রে-পেইন্ট দিয়ে ইরানবিরোধী বার্তা লিখছেন৷ চুল হিজাবে ঠিকভাবে ঢাকা হয়নি বলে তুলে নেয়া হয়েছিল ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনিকে৷ এর তিনদিন পর তার মৃত্যুর কথা জানানো হয়৷ এরপর থেকে ইরানে বিক্ষোভ চলছে৷ বিভিন্ন দেশের গ্রাফিতি আর্টিস্টরা এই বিক্ষোভের প্রতি সমর্থন জানাচ্ছেন৷
ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভ
মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভ থেকে ইরানে ইসলামি শাসনের পতনের দাবি উঠছে৷ ইরানে অনেক নারী নীতি পুলিশের নিষ্ঠুরতার শিকার হয়েছেন৷ ছবিতে ইরানের বিক্ষোভের সমর্থনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ দেখা যাচ্ছে৷
মিলানে সিম্পসনের সংহতি
ইরান ও অন্যান্য দেশের অনেক নারী চুলের বাঁধন কেটে প্রতিবাদ জানাচ্ছেন৷ ছবিতে অ্যানিমেটেড সিটকম ‘দ্য সিম্পসন্স’ এর এক চরিত্রকে ঠিক তাই করতে দেখা যাচ্ছে৷ ইটালির মিলানে যে দেয়ালে এই ছবিটি আঁকা হয়েছে সেটি ইরানি কনসুলেটের ঠিক বিপরীতে অবস্থিত৷
প্যারিসের অনারারি নাগরিক হবেন মাহসা আমিনি
ছবিতে প্যারিসে মাহসা আমিনির ম্যুরাল দেখা যাচ্ছে৷ প্যারিস কর্তৃপক্ষ আমিনিকে অনারারি নাগরিক করারও পরিকল্পনা করছে৷ প্যারিসের একটি এলাকার নামও তার নামে করা হবে বলে জানিয়েছেন মেয়র৷
‘নারী, জীবন, স্বাধীনতা’
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই দেয়ালে আমিনির ছবির পাশে কুর্দি ভাষায় ‘জিন, জিয়ান, আজাদি’ লেখা হয়েছে৷ এর অর্থ হচ্ছে ‘নারী, জীবন, স্বাধীনতা’৷
পোল্যান্ডে সংহতি মিছিল
পোল্যান্ডের ক্রাকোফে সংহতি মিছিল হয়েছে৷ ছবিটি সেখানকার৷
ডোমিনো ইফেক্ট
বিক্ষোভ এখন শুধু নারীদের জন্য কঠোর ড্রেস কোডের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই৷ ইরানে ইসলামি শাসনের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন৷ ‘মোল্লাদের হটাও’, ‘একনায়কের মৃত্যু হোক’ এমন স্লোগানও দেয়া হচ্ছে৷ ছবিতে তেহরানের দেয়ালে আঁকা একটি ম্যুরাল দেখা যাচ্ছে৷ শেষ প্রান্তে দেশটির ধর্মীয় নেতা খামেনেইকে দেখা যাচ্ছে৷