1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান যাচ্ছেন মারাদোনা

৬ নভেম্বর ২০১০

জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর আপাতত কোন কাজ নেই ফুটবল তারকা দিয়েগো মারাদোনার৷ তাই এই সুযোগে ইরান ঘুরে আসতে চান তিনি৷

https://p.dw.com/p/Q0YR
Diego Maradona
নানা ভঙ্গিতে মারাদোনাছবি: AP

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান আলি কাফাশিয়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইলনা জানিয়েছেন এই কথা৷ জানা গেছে, বছর দুয়েক আগেই ইরান আসতে চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী৷ কিন্তু তখন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকায় সময় করে উঠতে পারেননি৷ কিন্তু এখন তিনি ইরান যেতে প্রস্তুতি নিচ্ছেন৷ তবে কি নতুনভাবে ইরানের কোচ হিসেবে দেখা যাবে মারাদোনাকে? আলি কাফাশিয়ান জানিয়েছেন সেরকম কোন সম্ভাবনা নেই৷ মারাদোনা ইরান ঘুরতে আসছেন এবং তিনি দেখা করবেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে৷

Iran Ahmadinedschad Ahmadinejad
ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদছবি: AP

ইরানের প্রতি মারাদোনার এই আগ্রহের কারণ? খুবই স্বাভাবিক, বিপ্লবী স্বভাবের মারাদোনার সঙ্গে ল্যাটিন আমেরিকার বামপন্থী নেতা উগো চাভেজের খুব খাতির৷ অন্যদিকে আহমাদিনেজাদের সঙ্গে চাভেজের বন্ধুত্বের কথা সবাই জানে৷ সেই সূত্রে ২০০৭ সালের শেষ দিকে মারাদোনা তাঁর একটি জার্সি পাঠিয়েছিলেন ইরানের জনগণের জন্য৷ সেখানে তিনি ইরানের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছিলেন৷ তার জবাবে ২০০৮ সালের এপ্রিল মাসে আহমাদিনেজাদ যে শুভেচ্ছা বার্তা পাঠান তাতে তিনি মারাদোনাকে হিজ এক্সেলেন্সি বলে উল্লেখ করেন৷ স্বাভাবিকভাবেই ইরানের প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরণের সম্মানজনক সম্বোধন আকৃষ্ট করেছে মারাদোনাকে৷ এদিকে ইরানি প্রেসিডেন্ট নিজেও একজন ফুটবল ভক্ত৷ দিন কয়েক আগে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ইরান সফরে গেলে তাঁকে নিয়ে ফুটবল খেলতে নেমে পড়েন আহমাদিনেজাদ৷ তাই এবার মারাদোনা ইরান সফরে গেলে তাঁর সঙ্গে ফুটবল খেলার সুযোগ যে ছাড়বেন না আহমাদিনেজাদ সেটা বলে দেওয়া যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য