ইরাকি তেল শোধনাগারে হামলা
১৮ জুন ২০১৪প্রায় বিনা প্রতিরোধে মসুলসহ কয়েকটি শহর দখলের পর বুধবার ভোরে বাগদাদের উত্তরাঞ্চলে বাইজি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ‘সন্ত্রাসবাদী সংগঠন' এবং আল-কায়েদার শাখা ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট' বা আইএসআইএল৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সালাহেদীন প্রদেশের এই শোধনাগার কয়েকদিন ধরে বন্ধ ছিল৷ কর্মীরা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থল ছেড়ে যাওয়ায় শোধনাগারটি বন্ধ রাখা হয়৷
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি এলাকা সুন্নি জঙ্গী গোষ্ঠী আইএসআইএল-এর দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান আগেই উদ্বেগ প্রকাশ করেছিল৷ ইরান, যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কিছু দেশ জানিয়েছে, মালিকি সরকারের চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা পাশে আছে৷
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সেনাবাহিনী পাঠিয়েছে৷ বাগদাদের পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় বেশ কিছু দেশ দূতাবাস বন্ধ করে দিয়েছে৷ যুক্তরাষ্ট্রের দূতাবাস এখনো খোলা৷ তবে সেখানে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে ২৭৫ জন সেনা সদস্যকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সরকার৷
আক্রান্ত শহর এবং আশেপাশের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ছাড়ছেন৷ বিদেশিরাও প্রাণভয়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ ওদিকে ভারতের ৪০ জন নির্মাণ শ্রমিকের সন্ধান না পাওয়ায় ভারত সরকার উদ্বিগ্ন৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দীন জানিয়েছেন, ওই ৪০ জন নির্মাণ শ্রমিক আইএসআইএল দখলকৃত শহর মসুলেই ছিলেন৷ সব রকম চেষ্টার পরও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও ভারতের এক শীর্ষ দৈনিককে জানিয়েছেন তিনি৷
ইরাক পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়৷ প্রতিদিন গড়ে ২৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে ইরাক৷ মধ্যপ্রাচ্যের এই দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি বিশ্ব রাজনীতি এবং পুঁজিবাজারেও বিরূপ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অনুমান৷
এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিডাব্লিউ)