ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা
৮ জুলাই ২০২১ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক রকেট হামলা। স্বঘোষিত আইএস জঙ্গিদের একটি গোষ্ঠী এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। পাল্টা আক্রমণ শুরু করেছে মার্কিন সেনাও।
ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার অঞ্চলে মার্কিন সেনার বিশাল বেস রয়েছে। সেখানেই পর পর ১৪টি রকেট ছোড়ে জঙ্গিরা। অ্যামেরিকার দাবি ইরানের মদতপুষ্ট জঙ্গিরাই এ কাজ করেছে। ঘটনায় দুইজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরাকের সেনা জানিয়েছে, একটি ট্রাকে করে রকেট লঞ্চারগুলি নিয়ে আসা হয়েছিল। ময়দার বস্তার ভিতর সেগুলি রাখা ছিল। শিয়া জঙ্গি গোষ্ঠী আল-মুহান্দি এ কাজ করেছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এর আগেও তারা ইরাকে মার্কিন সেনার উপর আক্রমণ চালিয়েছে। বস্তুত, এক বছর আগে মুহান্দি নামের এক জঙ্গিকে হত্যা করেছিল অ্যামেরিকা। তার নামেই নতুন এই গোষ্ঠী তৈরি হয়েছে বলে গোয়েন্দাদের বক্তব্য। এর আগে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করেছিল এই গোষ্ঠীটি। হামলার দায়ও স্বীকার করেছিল।
বাগদাদেও হামলা
বাগদাদেও দুইটি রকেট ছুড়েছে জঙ্গিরা। মার্কিন অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেই রকেট আটকানো গেছে। একটি বিস্ফোরক সহ ড্রোনও বাজেয়াপ্ত হয়েছে।
গত মাসেই সিরিয়া এবং ইরাকে ইরানের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিতে অ্যামেরিকা বিমান হামলা চালিয়েছিল। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ওই হামলা নিয়ে বিবৃতি দিয়েছিলেন। তারই প্রতিশোধ হিসেবে এদিন মার্কিন ঘাঁটিতে জঙ্গিরা আক্রমণ চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)