1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হানা

২৩ ফেব্রুয়ারি ২০২১

ইরাকে এবার অ্যামেরিকার দূতাবাস লক্ষ্য করে রকেট ছো়ড়া হলো। এক সপ্তাহের মধ্যে ইরাকে তৃতীয়বার এই ভাবে রকেট হানা হলো।

https://p.dw.com/p/3pjKZ
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট এসে পড়ে। ছবি: Getty Images/AFP/A. Al-Rubaye

এর আগে কুর্দিস্তানে অ্যমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল। এবার বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া হলো। তার মধ্যে দুইটি রকেট গ্রিন জোন, মানে যে জায়গায় সব দূতাবাস আছে, সেখানে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

কয়েক মাস শান্ত থাকার পর ইরাকের বিভিন্ন জায়গায় এক সপ্তাহে তিনবার রকেট আক্রমণ চালানো হলো। প্রতিটিরই লক্ষ্য ছিল অ্যামেরিকার সেনা বা কূটনৈতিক ভবন। 

সংবাদসংস্থা এএফপি-কে সূত্র জানিয়েছে, একটি রকেট মার্কিন দূতাবাসের কাছে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের সদরদফতরে পড়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো নেই। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই ঘটনা নিন্দনীয়। তবে তাঁর দাবি, ''ইরানপন্থি গোষ্ঠীই এই আক্রমণ চালিয়েছে। আমরা ইরানকেই দায়ী করছি। তবে আমরা প্রত্যাঘাত করব না। ইরানের ফাঁদে পা দেব না। করলে ইরাকের পরিস্থিতি আরো ঘোরালো হবে।'' 

সপ্তাহখানেক আগে ইরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট আক্রমণ হয়। গত শনিবার বাগদাদের উত্তরে একটি বিমানঘাঁটি আক্রান্ত হয়। তারপর মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট ছোড়া হলো। বোঝা যাচ্ছে, পরিকল্পনামাফিক রকেট হানা চালানো হচ্ছে। 

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)