1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক থেকে শেষ ৪০০০ মার্কিন সৈন্য ফিরে যাবে এবছরের মধ্যে

১৫ ডিসেম্বর ২০১১

মার্কিন বাহিনী তার ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানলো বৃহস্পতিবার৷ এবার মার্কিন সৈনিকদের দেশে ফেরার পালা৷ ২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে উৎখাত করতে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে সামরিক অভিযান৷

https://p.dw.com/p/13TUR
চলছে আনুষ্ঠানিকতাছবি: dapd

এই মার্কিন অভিযানে ইরাকের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা জীবন দিয়েছে৷ এখন প্রশ্ন অনেকের মনে, ইরাক কী এবার নিরাপদ?

আজ আনুষ্ঠানিকভাবে ইরাকের বিভিন্ন জায়গা থেকে মার্কিন পতাকা নামিয়ে ফেলা হয়েছে৷ প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেটার উপস্থিতিতে বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন সামরিক পতাকা নামিয়ে ফেলা হয়৷ উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতও৷ ইরাকে এই মুহূর্তে চার হাজারের কিছু বেশি সেনা মোতায়ন রয়েছে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবাই ফিরে যাবে নিজ দেশে, অ্যামেরিকায়৷

স্থানীয় সময় দুপুর সোয়া একটায় আনুষ্ঠানিকভাবে মার্কিন পাতাকা নামিয়ে ফেলা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী পানেটা, রাষ্ট্রদূত জেমস জেফরি এবং জেনারেল মার্টিন ডেম্পসি৷ সবাই মার্কিন সেনাদের ইরাকে তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান৷

Irak Flagge Übergabe
উড়ানো হচ্ছে ইরাকের পতাকাছবি: picture-alliance/dpa

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সেনারা দেশে ফিরছে ঠিকই কিন্তু তারপরেও ইরাকের দিকে দৃষ্টি থাকবে আমাদের৷ সোমবার ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকিকে ওবামা বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী, ইরাকে আমরা আমাদের অভিযান শেষ করছি তার মানে এই নয় যে ইরাক একা৷ আমরা প্রয়োজনে সবসময়ই ইরাকের পাশে এসে দাঁড়াবো৷ অ্যামেরিকা হল ইরাকের দুঃসময়ের বন্ধু৷''

প্রতিরক্ষা মন্ত্রী পানেটা তার বক্তব্যে বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন এবং সার্বভৌম একটি ইরাক তৈরি করা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে নিরাপদ করা৷ আমরা তা করতে সক্ষম হয়েছি৷ এজন্য অনেক রক্ত ঝরেছে৷ আমি বিশ্বাস করি, ইরাকের স্বাধীন মানুষরা এখন তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে৷ আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে মার্কিন সেনাদের এবং ইরাকের নাগরিকদের ধন্যবাদ জানাচ্ছি৷''

প্রায় ১ লক্ষ ৭০ হাজার মার্কিন সেনা ইরাকে মোতায়ন ছিল৷ তৈরি করা হয়েছিল পাঁচশোর বেশি মার্কিন সামরিক ঘাঁটি৷ মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের পরিস্থিতি কেমন হবে? অনেকই আশঙ্কা করছে, জঙ্গি হামলা হয়তো আগের চেয়ে বাড়তে পারে৷ ইরানের প্রভাব হয়তো আগের চেয়ে বাড়বে৷ তবে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ এক বিধবা মহিলা জানান, আমি খুবই খুশি হয়েছি যে শেষ পর্যন্ত মার্কিন সেনারা ইরাক থেকে চলে যাচ্ছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক