ইভটিজিং বন্ধে কঠোর আইনের প্রস্তাব
২৪ অক্টোবর ২০১০ইভটিজিং যেন অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে৷ যারা এর প্রতিবাদ করছে তারাও হামলার শিকার হচ্ছে৷ তরুণীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন অভিভাবক ও শিক্ষক৷ এটর্নি জেনারেল মনে করেন প্রচিলত আইনে ইভটিজিং বন্ধ করা যাবেনা৷ এসিড সন্ত্রাস বন্ধে যেমন কঠোর আইন করা হয়েছে ইভটিজিং বন্ধেও তেমনি কঠোর আইন করতে হবে৷
তিন বলেন, নারী নির্যাতনের হতিয়ার হলো ফতোয়া৷ আর এই ফতোয়া বন্ধে ফতোয়াবাজদের বিরুদ্ধেও শাস্তির বিধান রেখে আইন করতে হবে৷
মাহবুবে আলম বলেন, উত্তরাধিকার আইনে নারী এখনো সম্পত্তির অধিকার থেকে অনেকটা বঞ্চিত৷ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ হলেও ছেলে না থাকলে মেয়েরা পুরো সম্পত্তি পায়না৷
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিলেই চলে৷ এক্ষেত্রে আদালতের অনুমতির বিধান চালুর কথাও বলেন এটর্নি জেনারেল৷
নারী নেত্রী এবং মহিলা আইনজীবীদের সঙ্গে আলোচনায় এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নারীদের অধিকার রক্ষায় এসব আইন প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাবি তুলতে হবে৷
প্রতিবেদন: হারুন-উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই