1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভটিজিং বন্ধে কঠোর আইনের প্রস্তাব

২৪ অক্টোবর ২০১০

ইভটিজিং বন্ধে এসিড আইনের মতো কঠোর আইন প্রণয়নের কথা বলেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ সম্পত্তির ওপর নারীর উত্তরাধিকার আইনেও পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি৷

https://p.dw.com/p/PmCg
Law, Court, Eveteasing, Dhaka, Bangladesh, ইভটিজিং, আইন,
ছবি: Harun Ur Rashid Swapan

ইভটিজিং যেন অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে৷ যারা এর প্রতিবাদ করছে তারাও হামলার শিকার হচ্ছে৷ তরুণীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন অভিভাবক ও শিক্ষক৷ এটর্নি জেনারেল মনে করেন প্রচিলত আইনে ইভটিজিং বন্ধ করা যাবেনা৷ এসিড সন্ত্রাস বন্ধে যেমন কঠোর আইন করা হয়েছে ইভটিজিং বন্ধেও তেমনি কঠোর আইন করতে হবে৷

তিন বলেন, নারী নির্যাতনের হতিয়ার হলো ফতোয়া৷ আর এই ফতোয়া বন্ধে ফতোয়াবাজদের বিরুদ্ধেও শাস্তির বিধান রেখে আইন করতে হবে৷

মাহবুবে আলম বলেন, উত্তরাধিকার আইনে নারী এখনো সম্পত্তির অধিকার থেকে অনেকটা বঞ্চিত৷ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ হলেও ছেলে না থাকলে মেয়েরা পুরো সম্পত্তি পায়না৷

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিলেই চলে৷ এক্ষেত্রে আদালতের অনুমতির বিধান চালুর কথাও বলেন এটর্নি জেনারেল৷

নারী নেত্রী এবং মহিলা আইনজীবীদের সঙ্গে আলোচনায় এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নারীদের অধিকার রক্ষায় এসব আইন প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাবি তুলতে হবে৷

প্রতিবেদন: হারুন-উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য