1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

ব্রিগিটে ওস্টারাট/আরবি১৮ ফেব্রুয়ারি ২০১৩

দেখতে বেশ সুন্দর হলেও কম মারাত্মক নয় এই ভাইরাসগুলি৷ খালি চোখে দেখা যায় না তাদের৷ তবে জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, সর্দিকাশি হলে তাদের উপস্থিতি টের পাওয়া যায়৷

https://p.dw.com/p/17fvJ
ছবি: drubig-photo/Fotolia

জ্বর জ্বর লাগলেই যে তা ইনফ্লুয়েঞ্জা, সেটা কিন্তু সবসময় বলা যায় না৷ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ এ ও বি ভাইরাসের সংক্রমণ হলেই তাকে ইনফ্লুয়েঞ্জা বলা যায়৷ সাধারণ সর্দিকাশির জন্য রাইনোভাইরাস দায়ী৷ এগুলি তেমন ক্ষতিকর নয়৷

পছন্দ ঠাণ্ডা

ইনফ্লুয়েঞ্জার ভাইরাসরা ঠাণ্ডা পছন্দ করে, তাই শীতকাল হলেই তারা মাথা চাড়া দিয়ে ওঠে৷ জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বরের প্রকোপ বেড়ে গিয়েছিল৷ রবার্ট কখ ইন্সটিটিউটের বিশেষজ্ঞদের আশঙ্কা, জার্মানিতে এবছর ইনফ্লুয়েঞ্জার প্রাবল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে৷ এখন এই প্রচণ্ড শীতে ডাক্তারের কাছে রোগীদের ভিড় দেখলে আঁচ করা যায় অবস্থাটা৷ হাঁচি কাশিরত রোগীর সংখ্যা বেড়েই চলেছে৷

তথাকথিত স্প্যানিশ জ্বরের সময় ১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত ২৫ মিলিয়ন মানুষ মারা যায়৷ তাদের মধ্যে ২০ থেকে ৪০ বছর বয়সি মানুষের সংখ্যাও কম ছিল না৷

Grippeviren Tröpfcheninfektion
জ্বর জ্বর লাগলেই যে তা ইনফ্লুয়েঞ্জা, সেটা কিন্তু সবসময় বলা যায় নাছবি: Novartis Vaccines

সাধারণত শিশু ও বৃদ্ধরাই এই রোগে মারা যায় বেশি৷ অনেকেই ফুসফুসের সংক্রমণে মৃত্যু বরণ করে৷ তার ওপর আবার মারাত্মক ব্যাকটেরিয়া মস্তিষ্ক ও হার্টের পেশিও আক্রমণ করে রোগীদের৷

শুধু লক্ষণ দূর করা হয়

ভাইরাস বাহিত ইনফ্লুয়েঞ্জায় চিকিত্সকরা লক্ষণগুলি দূর করার চেষ্টা করেন৷ কাশির সিরাপ বা ব্যথা নিরোধক ওষুধের প্রেসক্রিপশন দেন৷ রোগটা কঠিন হলে ভাইরাস প্রতিরোধী ওষুধ দেয়া হয়৷ এরকমই এক ওষুধ ট্যামিফ্লু৷ জার্মানির বিভিন্ন রাজ্য এই দামি ওষুধ মজুত করে রাখে৷ যাতে জ্বর মহামারির আকার ধারণ করলে চিকিত্সা করা যায়৷ কিন্তু বেশি দিন জমিয়ে রাখার ফলে অনেক ওষুধেরই মেয়াদ উত্তীর্ণ যায়৷

প্রতিরোধী টিকা

ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে এখন টিকাও দেয়া যায়৷ তবে ভাইরাসরা দ্রুত তাদের রূপ পরিবর্তন করতে পারে৷ তাই অতি সতর্কতার সাথে প্রতি বছর নতুন নতুন টিকা বের করা হয়৷

Bildergalerie Grippe
বার্ড ফ্লু আক্রান্ত মুরগীছবি: picture-alliance/dpa

কোনো কোনো টিকা প্রস্তুতকারী মুরগির ডিমে ভাইরাসের বিস্তার ঘটান৷ এই সব ভাইরাস থেকে টিকার উপাদান সংগ্রহ করা হয়৷

বার্ড ফ্লু

ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাখিদেরও আক্রমণ করে৷ দেখা দেয় বার্ড ফ্লু মহামারি আকারে৷ এই জন্য দায়ী এইচফাইভএনওয়ান ভাইরাস৷ এর ফলে বহু হাঁস মুরগিকে মেরে ফেলতে হয়৷ ব্যবসায়ীরা হন ক্ষতিগ্রস্ত৷ সাধারণত পাখি থেকে পাখিতে সংক্রমিত হয় এই রোগ৷ কোনো কোনো ক্ষেত্রে হাঁস মুরগি থেকে মানুষও সংক্রমিত হয় এই ফ্লুতে৷

সোয়াইন ফ্লু

ইনফ্লুয়েঞ্জার ভাইরাস আক্রান্ত করে পশুদেরও৷ দেখা দেয় সোয়াইন ফ্লু৷ পশুগুলি শ্বাসনালীর রোগে আক্রান্ত হয়৷ এ জন্য এইচওয়ানএনওয়ান জাতীয় ভাইরাস দায়ী৷ এই ভাইরাস বিভিন্ন প্রাণীকে আক্রমণ করে, মানুষও বাদ যায় না৷ মনে করা হয় স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও এই ভাইরাসের ভূমিকা ছিল৷

Bildergalerie Grippe
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধী ওষুধ ট্যামিফ্লুছবি: Ulet Ifansasti/Getty Images

সোয়াইন ফ্লু ২০০৯ সালে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ছড়িয়ে পড়ে ২০০ এরও বেশি দেশে৷ বিশেষ করে দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ অ্যামেরিকার অনেক মানুষ আক্রান্ত হয় এই রোগে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী সেই মহামারিতে ১৮,০০০ মানুষ মারা যায়৷

প্রতিরোধের উপায়

ইনফ্লুয়েঞ্জা, জ্বরজ্বারি কিংবা সর্দিকাশিকে প্রতিহত করতে হলে সাবান দিয়ে হাত ধোয়াটা খুব গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে হাত না ধুয়ে চোখ বা নাক স্পর্শ করা একবারেই ঠিক নয়৷ এতে করে জীবাণুগুলি সহজেই ছড়িয়ে যেতে পারে৷ এছাড়া অসুস্থ ব্যক্তির সংস্পর্শ পরিহার করা উচিত৷ মানুষের ভিড়ে বেশি সময় কাটানো ঠিক নয়৷ সেই সাথে পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য