বিমান দুর্ঘটনায় নিহত অনেক উন্নয়নকর্মী
১২ মার্চ ২০১৯কাজের প্রতি নিবেদিত এবং উত্সাহী হিসেবে পরিচিত বিভিন্ন বেসরকারি পরিবেশ, অভিবাসী এবং শরণার্থী বিষয়ক সংগঠনের বেশ কয়েকজন কর্মী রবিবার নিহত হয়েছেন৷ তাঁদের সঙ্গে ছিলেন যাজক, অধ্যাপক, রাষ্ট্রদূত, পুলিশ প্রধান এবং লেখক ও ক্রীড়াবিদ৷ নিহতদের সবাই বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানে চড়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবী যাচ্ছিলেন৷ কিন্তু বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং যাত্রী ও ক্রুদের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান৷
নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ইথিওপীয় নাগরিক রয়েছেন, যাঁরা বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করতেন৷ তামিরাত মুলু দিমেসি নামের এক কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘সেভ দ্য চিলড্রেন'৷ মানবিক সংকটের সময় অরক্ষিত শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতেন তিনি৷ এছাড়া ‘ক্যাথলিক রিলিফ সার্ভিসেস' নামের আরেক উন্নয়নসংস্থার চার কর্মী প্রাণ হারিয়েছেন৷
বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে কেয়ার, রেডক্রস, জাতিসংঘের খাদ্য কর্মসূচি, সিভিল রাইটস ডিফেন্ডারসহ বেশ কয়েকটি সংগঠনের কর্মী রয়েছেন৷ মোট ৩৫টি দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন৷ তাঁদের মধ্যে ছিলেন আইরিশ নাগরিক মিশায়েল রায়ান, যিনি অতীতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করেছেন৷
এদিকে, গত ছয়মাসের মধ্যে দু'বার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ জেটলাইনার দুর্ঘটনায় পতিত হওয়ায় কয়েকটি এয়ারলাইন্স এই বিমানে উড়াল পরিচালনা আপাতত বাতিল করেছে৷ বিমানটিতে কোনো ত্রুটির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে৷
এআই/জেডএইচ (রয়টার্স, এপি)