ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সুনামি
২৬ ডিসেম্বর ২০১৪সমুদ্রগর্ভের ৩০ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু৷ নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন শক্তির জোরালো ভূকম্পন৷ শুধু তাই নয়, ভূকম্পন চলে প্রায় আট-দশ মিনিট ধরে, যা কিনা একটা রেকর্ড৷ সারা ভূগোলক নাকি এক সেন্টিমিটার কেঁপে যায়৷ বিজ্ঞানীরা এই ভূমিকম্পের নাম দিয়েছেন সুমাত্রা-আন্দামান ভূমিকম্প৷
ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বিশ্বের ১৪টি দেশে প্রায় দু'লাখ ত্রিশ হাজার মানুষের মৃত্যু ঘটায়৷ সুনামির জলোচ্ছ্বাস কোথাও কোথাও ৩০ মিটার অবধি উঁচু হয়ে বেলাভূমিতে আছড়ে পড়ে, বাড়িঘর ধ্বংস করে মানুষজনকে ভাসিয়ে নিয়ে যায়৷ ভূমিকম্পের পর সুনামি আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগলেও, সমুদ্রতটের অধিকাংশ মানুষই সমূহ এবং আসন্ন বিপদটি উপলব্ধি করতে পারেননি, কেননা তখন ভারত মহাসাগরে কোনো ধরনের সুনামি সতর্কতা প্রণালী ছিল না৷ ২০০৪ সালের সুনামির পর সেই সতর্কতা প্রণালী স্থাপন করা হয়; ২০০৬ সাল থেকে এই প্রণালী সক্রিয় এবং ভারত মহাসাগরে ২০১২ সালের ভূমিকম্পগুলির পর এই সতর্কতা প্রণালী তার কার্যকরিতাও প্রমাণ করেছে৷
সুনামিতে প্রাণ হারান দু'লাখ ত্রিশ হাজার মানুষ, তাদের মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি ইন্দোনেশিয়ায়৷ প্রাণহানির হিসেবে এর পরে আসছে শ্রীলঙ্কা, ভারত – প্রধানত তামিল নাড়ু – থাইল্যান্ড, মালদ্বীপ এবং সোমালিয়া৷ এমনকি দক্ষিণ আফ্রিকাতেও আটজন মানুষ সমুদ্রে বাড় এসে প্রাণ হারিয়েছেন৷ সব মিলিয়ে নিহতদের এক-তৃতীয়াংশ ছিল শিশু, এছাড়া বিশেষ বিশেষ অঞ্চলে পুরুষদের চেয়ে তিনগুণ বেশি মহিলার প্রাণ হারানোর খবর দিয়েছে অক্সফ্যাম৷
সাহায্যের ঠিকমতো সদ্ব্যবহার হয়নি
২০০৪ সালের সুনামির পর সারা বিশ্ব থেকে সাহায্য আসে প্রায় চোদ্দ'শ কোটি ডলার, বিশেষ করে পুনর্নির্মাণের জন্য৷ কিন্তু যে হাজার হাজার প্রকল্প শুরু করা হয়, তার সব ক'টি যে সফলভাবে সম্পন্ন হয়েছে, এমন বলা চলে না৷ শ্রীলঙ্কার সিরিকান্ডুরাওয়াটে-তে একটি আবাসন প্রকল্পের ১৪৬টি বাড়ি এই দশ বছরের মধ্যেই বাসের অযোগ্য হয়ে উঠেছে৷ দক্ষিণ থাইল্যান্ডের একটি জেলেদের গ্রামের ১০০ নৌকা খোয়া গেলেও তাদের দেওয়া হয়েছে ৪০০ নতুন নৌকা৷ ভারতের নাগাপত্তিনাম-এও প্রয়োজনাতিরিক্ত নৌকা দেওয়ার ফলে জেলেরা এখন মাল্লা পাচ্ছেন না এবং পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছেন৷
অক্সফ্যাম ইউকে-র এক প্রোজেক্ট ম্যানেজার ইন্দোনেশিয়ার আচে প্রদেশে পুনর্নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে বলেছেন, ‘‘ওরা সাগরে ডক নির্মাণ করেছে, কিন্তু সেগুলো কাজে লাগানো হচ্ছে না৷ ওরা বাজার তৈরি করেছে কিন্তু সেগুলো খালি৷ ওরা জলের ট্যাংক তৈরি করেছে কিন্তু সেগুলো কাজ করছে না৷''
এসি/ডিজি (এপি, ডিপিএ)