ইতিহাস গড়া মেয়ার্সের কাছে হেরে গেল বাংলাদেশ
৭ ফেব্রুয়ারি ২০২১চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে গেল বাংলাদেশ৷
অথচ শুধু এ ম্যাচ নয়, পুরো সিরিজেই বাংলাদেশই ছিল ফেবারিট৷ তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া ক্যারিবীয়রা টেস্ট সিরিজেও পাত্তা পাবে না- এমনটি যারা ধরে নিয়েছিলেন, ইতিহাস গড়ে তাদের ভুল প্রমাণ করলেন কাইল মেয়ার্স ও এনক্রমা বনার৷ ফলে মুস্তাফিজের ফর্মে ফেরার ইঙ্গিত, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফর্ম্যান্স, অধিনায়ক মোমিনুল হকের দশম টেস্ট সেঞ্চুরি- সব একেবারে ম্লান৷ চট্টগ্রাম টেস্টের উজ্জ্বলতম নাম জীবনের প্রথম টেস্টেই মহাতারকার মহিমায় ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয় উপহার দেয়া কাইল রিকো মেয়ার্স৷
বাঁ হাতি এই ব্যাটসম্যান ডানহাতি নকরুমা বনারকে নিয়ে চতুর্থ দিন শেষ করার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ১১০ রান৷ ৩৯৫ রানের জয়ের লক্ষ্য থেকে তখনো তারা ২৮৫ রান দূরে৷ এ ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া মিরাজ প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে যাওয়ার মঞ্চটা পুরোপুরি প্রস্তুত করে রেখেছিলেন৷ মনে হচ্ছিল, পঞ্চম দিনে উইকেটে আরো টার্ন মিলবে, সুতরাং ইনজুরির জন্য সাকিব বল না করলেও মিরাজ, তাইজুল, নাঈমুলরাই ঝটপর গুটিয়ে দেবেন সফরকারীদের৷
কিন্তু আগের দিন ১৫ রানে অপরাজিত থাকা বনার আউট হলেন ৮৬ রান করে৷ চতুর্থ উইকেটে তার সঙ্গে মেয়ার্সের ২১৬ রানের জুটি কেড়ে নিলো বাংলাদেশের হাসি৷ শেষ বিকেলে তাইজুল দুটি এবং নাঈম একটি উইকেট নিয়ে জয়ের মৃদু আশা জাগালেও অভিষেক সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেও মেয়ার্স হার না মানায় সেই আশারও গুড়ে বালি৷ হালে ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ এক সময় ক্রিকেট দুনিয়াকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ক্রিকেট থেকে খারিজ করার আওয়াজও তুলছিলেন, চট্টগ্রাম টেস্ট প্রায় একা জিতে তাদের মুখেও কুলুপ এঁটে দিলেন মেয়ার্স৷
ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে গেল টেস্ট অভিষেকে তার ৩১০ বলে ২০টি চার ও ৭টি ছক্কায় হার না মানা ২১০ রানের ইনিংসে ক্যারিবীয় দ্বীপপূ্ঞ্জকে মহাকাব্যিক জয়ের উৎসবে মাতানোর গল্প৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৩/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৫, আগের দিন ১১০/৩) ৯৭ ওভারে ২৬৬/৩ (বনার ৮৬, মেয়ার্স , ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, রোচ ০, ; মুস্তাফিজ ১৩-১-৭১-০, তাইজুল ৩৪-১৭-৩৬-০, মিরাজ ৩৫-৩-১১৩-৪, নাঈম ৩৪-৪-১০৪-১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: কাইল মেয়ার্স।
এসিবি/এফএস