1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির লালন উৎসবে ‘লালন’ ও ‘অচিন পাখি’

৪ অক্টোবর ২০১১

বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ইটালিতে আয়োজন করা হয়েছে ‘লালন উৎসব’৷ ইটালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর৷

https://p.dw.com/p/12lV2
Titel 1: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Bildunterschrift: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Text: His Excellency Masud Bin Momen, Bangladeschische Botschafter in Italy. Datum: 04.09.2010 Eigentumsrecht: Mainul Kabir, First Secretary, Embassy of Bangladesh, Italy Stichwort: Masud, Bin, Momen, Bangladeschische, Botschafter, Italien, Italy, Bangladesch, Bangladesh,
ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনছবি: Embassy of Bangladesh

এই উৎসবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালন' ও প্রামাণ্যচিত্র ‘অচিন পাখি'৷ ১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন, ইটালি-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সিনেটর টমাসো জানোলেত্তি এবং ইটালীয় নৃতত্ত্ববিদ অধ্যাপক আলেসান্দ্রা ব্রোকোলিনি৷

এই উৎসব প্রসঙ্গে ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘‘আসলে এটা একটা যৌথ প্রয়াস৷ ইটালিতে ইন্সটিটিউট অফ বেঙ্গলি কালচার - বিসিআইআই নামে একটি সংগঠন রয়েছে৷ তাদের সাথে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্ম বার্ষিকী এবং নজরুল জয়ন্তী আয়োজন করেছি৷ সেটারই ধারাবাহিকতায় আগামী ১৪, ১৫ এবং ১৬ অক্টোবর আন্তর্জাতিক লালন উৎসব আয়োজন করা হয়েছে৷''

Baul.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

বাংলাদেশের লোক সংস্কৃতিকে তুলে ধরা এবং একইসাথে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের পুরোধা হিসেবে লালনকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার লক্ষ্যে এই আয়োজন৷ এছাড়া পশ্চিমা সমাজে অভিবাসীদের সম্পৃক্তকরণের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে এই উৎসবের মধ্য দিয়ে৷ উৎসবে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে৷ এটাকে বাঙালি ও পশ্চিমা সংস্কৃতির মিলনমেলাও বলা যেতে পারে, বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন৷

উৎসবে শুরুতে তানভীর মোকাম্মেলের ‘লালন' ছবির প্রদর্শনী হবে৷ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে ‘অচিন পাখি'৷ এ আয়োজন উপলক্ষ্যে লালন ফকিরের ওপর একটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে৷ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মানির লালন গবেষক ড. ক্লাউস ব্যার্লে৷ আলোচনা করবেন ইটালির আরবি ও ইসলামি ইনস্টিটিউটের অধ্যাপক ফ্রান্সেসকো জানিনি এবং রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নীমান সোবহান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান