1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইটালি

ইটালির পথে নৌকায় সাত বাংলাদেশির মৃত্যু

২৫ জানুয়ারি ২০২২

নৌকায় করে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার চেষ্টাকালে অন্তত সাত বাংলাদেশি হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ নৌকাটিতে বাংলাদেশি ও মিশরিরা ছিলেন৷ ইটালির আনসা সংবাদ সংস্থা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/46302
অনিয়মিত পথে ইটালিতে প্রবেশের চেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে আবার বেড়েছে (ফাইল ফটো)ছবি: Darrin Zammit Lupi/REUTERS

ইটালির উপকূলরক্ষীরা ল্যাম্পেদুসা উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে শনাক্তে সক্ষম হন৷ সেসময় তারা সেটিতে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান৷ তবে, নৌকাটি তীরে ভিড়তে ভিড়তে আরো চারজন মারা যান৷ 

ল্যাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেলো মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন নৌকাটিতে ২৮০ জনের মতো যাত্রী ছিল যারা মূলত বাংলাদেশ, এবং মিশরের নাগরিক৷

প্রসঙ্গত, ইউরোপে উন্নত ও নিরাপদ জীবনের আশায় প্রতি বছর লাখ লাখ আশ্রয়প্রার্থী এবং অভিবাসী অনিয়মিত পথে ইটালিতে প্রবেশের চেষ্টা করেন৷ সাম্প্রতিক মাসগুলোতে নৌকায় করে সেদেশে প্রবেশের চেষ্টা বেড়েছে৷ ঝুঁকিপূর্ণ এই পথে অনেকে ইউরোপে প্রবেশে সক্ষম হলেও প্রাণহানির ঘটনাও নিয়মিতই ঘটছে৷  

ইটালি সরকারের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে এক হাজার ৭৫১ জন অভিবাসী দেশটির বিভিন্ন বন্দরে পৌঁছেছেন৷

এআই/কেএম (রয়টার্স, ডিপিএ)