ইটালিতে মৃত্যুর মিছিল ১০ হাজার পেরুলো
২৯ মার্চ ২০২০মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে স্পেনে৷ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘন্টায় মোট ৮৩৮ জন মারা গেছেন সেখানে৷ যা স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড৷ সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ছয় হাজার ৫২৮ জন৷
এদিকে শুক্রবারের পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে নয় হাজার ৪৪৪ জনই ছিলেন স্বাস্থ্যকর্মী৷ যা মোট সংখ্যার ১৪ ভাগ৷ নতুন রোগীর সংখ্যাও বাড়ছে ক্রমশ৷ সব মিলিয়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭৪৭ জনে৷ এই রোগীদের চিকিৎসা দিতে গিয়েও হিমশিম খাচ্ছে সরকার৷ চাহিদা অনুযায়ী উপকরণ না থাকার কথাও স্বীকার করেছেন অর্থমন্ত্রী মারিয়া জেসুস মনটেরো৷
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইটালিতে মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন৷ মারা গেছেন ১০ হাজার ২৩ জন৷ বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে৷
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে কোভিড ১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার জন৷
এদিকে বাইরের মানুষের যাতায়তের জন্য চীনের উহান শহর সীমিত পর্যায়ে খুলে দেয়া হয়েছে৷ দুই মাসের বেশি লকডাউন বা অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই শহরকে৷ এখান থেকেই মানুষের শরীরে নভেল করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শুরু হয়৷
এফএস/এআই (এপি, এফপি, রয়টার্স, ডিপিএ)