ইউরোপের ঐক্য সমুন্নত রাখার অঙ্গীকার জার্মান প্রেসিডেন্টের বার্তায়
২৫ ডিসেম্বর ২০১০ইউরো মুদ্রার এই সংকটের সময়ে ইউরোপের ঐক্য সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ‘‘আমরা আমাদের সংহতি প্রকাশ করছি৷ ভবিষ্যতে ইউরোপেও দায়দায়িত্ব গ্রহণ করতে আমরা প্রস্তুত৷'' তিনি বলেন, ‘‘একই সংহতি আমাদের সহযোগীদের কাছ থেকেও আমাদের কাম্য৷ সকলকেই তাদের হোমওয়ার্কটা করতেই হবে৷ ইউরোপের ঐক্যে, ইউরোপের শক্তিতে আমাদের আস্থা আছে৷''
প্রেসিডেন্ট ভুল্ফ তাঁর বড়দিনের বার্তায় একই সঙ্গে দেশের সকল নাগরিককে সামাজিক ক্ষেত্রে আরও বেশি সংশ্লিষ্ট হওয়ার, পরস্পরের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সংহতি, সম্প্রীতির বোধ এবং পারস্পরিক বোঝাপড়া - এগুলো প্রয়োজন আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের গোটা সমাজে৷ এগুলো আপনা থেকেই আসে না৷ তার জন্য কিছু করতে হয়৷''
জার্মানি তথা ইউরোপের যেসব সৈনিক, পুলিশ, বেসামরিক সাহায্যকর্মী বিশ্বে উন্নয়নের কাজে, শান্তি রক্ষায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-এ নিয়োজিত, তাদের উদ্দেশ্য করে জার্মান প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের ভাবনায় আপনাদের সঙ্গেই আছি৷
প্রথা ভেঙে প্রেসিডেন্ট এবার বার্লিনের শ্লস বেলভ্যু প্রাসাদে সমাজের নানা কাজে সংশ্লিষ্ট নাগরিক, সাহায্যকর্মী, পুলিশ ও সেনা সদস্য মিলিয়ে ২০০ আমন্ত্রিত অতিথির সামনে বড়দিন উপলক্ষে বক্তব্য রেখেছেন৷ জার্মানির একত্রীকরণ দিবস উপলক্ষে দেয়া তাঁর ভাষণের মত এবারও প্রেসিডেন্ট ভুল্ফ দেশের সাংস্কৃতিক বহুমুখীতার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘‘আমাদের সমাজ মুক্ত এবং নানা রং'এ রাঙানো৷ আমাদের উৎস, আমাদের ধর্ম, শিক্ষা, আমাদের স্বপ্ন, এসবের মধ্যে ভিন্নতা আছে৷ যেহেতু আমাদের সমাজ বহু রকমের মানুষ নিয়ে, তাই সব কিছুর আগে আমাদের প্রয়োজন শ্রদ্ধাশীলতার মনোভাব৷ শ্রদ্ধাশীল হওয়া সেই মানুষের প্রতি যিনি অন্য রকম৷ প্রয়োজন তাঁর কাজকেও স্বীকৃতি দেয়া৷''
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: দেবারতি গুহ