ইউরোপে ফিরছে পর্যটন
করোনা মহামারির কারণে দুই বছরের নানা বিধিনিষেধের পর অবশেষে ইউরোপের বিভিন্ন বড় শহরে পর্যটন ফিরেছে স্বাভাবিক রূপে৷ তবে ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও স্থানীয়দের মধ্যে রয়েছে ভীতি৷
প্যারিস
কয়েক দশক ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভালোবাসার শহর নামে খ্যাত প্যারিস৷ মার্জিত ও সাজানোগোছানো চত্বর, অত্যাধুনিক রেস্তোরাঁ থেকে শুরু করে কী নেই ফ্রান্সের রাজধানীতে৷ ২০১৯ সালে ইউরোপের শহরগুলোর মধ্যে প্যারিসেই ভ্রমণ করেছিলেন সবচেয়ে বেশি পর্যটক৷ দুই বছর করোনার বিধিনিষেধের পর এখন আবার প্যারিসের জৌলুস ফিরতে শুরু করেছে৷ জুন থেকে আগস্টের মধ্যে প্রায় এক কোটি পর্যটক ভ্রমণ করেছেন প্যারিস৷
লন্ডন
ভিজিট ব্রিটেন-এর তথ্য অনুযায়ী, এ বছর দেশটিতে ভ্রমণ করতে পারেন দুই কোটি ৭০ লাখ মানুষ৷ ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা ৬৫ শতাংশ৷ এর বড় একটি অংশ দেশের রাজধানী লন্ডনে আসবেন বলেই ধারণা করা হচ্ছে৷
বার্লিন
২০২২ সালের প্রথম সাত মাসে ৫৫ লাখ মানুষ ভ্রমণ করেছেন জার্মানির রাজধানী বার্লিন৷ ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ কম৷ তবে আগের তুলনায় পর্যটকেরা বেশি সময় কাটিয়েছেন শহরটিতে এবং বেশি ভ্রমণ করেছেন ট্রেনে৷
প্রাগ
১৩ লাখ বাসিন্দার শহর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ ইউরোপের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়৷ তবে পর্যটন ব্যবসায় জড়িতদের মতে এখনও শহরটিতে পর্যটন মহামারি পূর্ববর্তী পর্যায়ে পৌঁছায়নি৷ পূর্ব এবং মধ্য-পূর্ব ইউরোপের সব কয়টি দেশে প্রায় একই পরিস্থিতি৷ অনেক ট্যুর অপারেটরই ইউক্রেন যুদ্ধের কারণে পূর্বাঞ্চলের দেশগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করছেন৷
ভেনিস
মহামারির আগে অতিরিক্ত পর্যটক ইটালির শহর ভেনিসের জন্য এক মহাসংকটে পরিণত হয়েছিল৷ মহামারির পর আবার এই সংকট সামনে চলে এসেছে৷ ২০১৯ সালের মতো এত পর্যটক এখনও আসছেন না৷ কিন্তু স্থানীয়দের জন্য এই কমে যাওয়া সংখ্যাও বেশিই মনে হচ্ছে৷ ২০২৩ সাল থেকে যারা ভেনিসের বাইরে থেকে একদিনের জন্য ঘুরতে আসবেন, তাদের আগে থেকে বুকিং দিয়ে নির্দিষ্ট ফি জমা দিতে হবে৷
বার্সেলোনা
এবারের গ্রীষ্মে আবারো পুরাতন চেহারা ফিরে পেয়েছে স্পেনের ভূমধ্যসাগর উপকূলের কাতালান শহর বার্সেলোনা৷ অতিরিক্ত পর্যটকের ভিড় এড়াতে বার্সেলোনা কর্তৃপক্ষও নানা বিধিনিষেধ আরোপ করেছে৷ ট্যুর গাইডদের বাধ্য করা হচ্ছে বড় গ্রুপের বদলে ছোট ছোট গ্রুপে ট্যুর আয়োজন করতে৷
লিসবন
গ্রীষ্মে খরা এবং জলের ঘাটতিও পর্তুগাল উপকূলের আলগারভে এবং রাজধানী লিসবনসহ নানা এলাকাতে পর্যটকদের ভিড় কমাতে পারেনি। আটলান্টিক তীরবর্তী শহরটি বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ২০২২ সালের অক্টোবরে ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহর হিসাবে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড জিতেছে লিসবন৷
এথেন্স
গণতন্ত্রের সূতিকাগার এবং মানবসভ্যতার অন্যতম ঐতিহাসিক কেন্দ্র হিসাবে গ্রিসের রাজধানী এথেন্স পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়৷ ২০১৯ সালে মহামারির ধাক্কা শুরু হওয়ার পর এবারের গ্রীষ্মে আবার রেকর্ড আয় করেছে দেশটির পর্যটন শিল্প৷ শরৎ এবং শীতকালে দেশটির নানা প্রান্তের শহরগুলোকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিনিয়োগের পরিকল্পনা করছে গ্রিক সরকার৷
ডুব্রোভনিক
করোনা মহামারির কারণে ক্রোয়েশিয়ার পর্যটন শিল্পে ধস নেমেছিল৷ তবে এবার পর্যটক ফেরত এসেছে বলকান অঞ্চলের এই দেশটিতে৷ ক্রোয়েশিয়ান ন্যাশনাল ব্যাংকের পূর্বাভাস বলছে, ২০২২ সালে পর্যটন থেকে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার আয় হতে পারে৷ ২০১৯ সালের চেয়েও তা প্রায় এক বিলিয়ন বেশি৷