1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় সংসদে দ্বিগুণ হচ্ছে কট্টর ডানপন্থিরা!

৯ মার্চ ২০১৯

এক জরিপ বলছে, আগামী মে মাসে হতে যাওয়া ইউরোপীয় সংসদের নির্বাচনে কট্টর ডানপন্থি দলগুলোর আসন সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হতে যাচ্ছে৷ বিশেষ করে ফ্রান্স, ইটালি ও পোল্যান্ডের এ ঘরানার দলগুলো এ দৌঁড়ে এগিয়ে রয়েছে৷

https://p.dw.com/p/3EhmC
Plenarsaal des Europaparlaments in Straßburg
ছবি: picture-alliance/dpa/P. Seeger

আগামী মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত ৭০৫ আসন বিশিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচন করা হবে৷ বর্তমান সংসদে ইউরোপ অফ নেশন্স অ্যান্ড ফ্রিডম বা ইএনএফ নামক অতিডানপন্থি দলগুলোর জোটের প্রতিনিধির সংখ্যা ৩৭৷

জার্মানির বিল্ড পত্রিকার ইউরোপের ছয়টি দেশে ৯ হাজার লোককে নিয়ে একটি জরিপ করেছে৷ সেখানে দেখা গেছে, তিনটি দেশেই ইউরোপের বর্তমান নীতির সমালোচক ডানপন্থিরা এগিয়ে রয়েছে৷

জরিপ অনুযায়ী, ফ্রান্সে মারিন ল্য পেনের ন্যাশনাল .ব্যালি ২৩ ভাগ ভোট পাবে৷ ইটালিতে মাত্তেও সালভিনির লীগ পাবে ৩৩ শতাংশ ভোট৷ আর ইএনএফ-এর সদস্য না হলেও পোল্যান্ডে ইয়ারোশ্লফ কাচিনস্কির দল ল অ্যান্ড জাস্টিস পাবে ৪২ শতাংশ ভোট৷

ইউরোপের কয়েকটি দেশে জাতীয় নির্বাচনে সম্প্রতি উগ্র ডানপন্থি বা ইউরো নীতির সমালোচক দলগুলো রক্ষণশীল ও বামঘেঁষা দলগুলোকে পেছনে ফেলেছে৷ জরিপ বলছে, রক্ষণশীল ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) ১৭৪টি আসন পাবে, যা বর্তমান মেয়াদের চেয়ে ৪৩টি আসন কম৷ সোশ্যালিস্ট ও ডেমোক্রেটদের প্রগতিশীল জোট (এসঅ্যান্ডপি) হারাবে ৪৫টি আসন৷ এখন তাদের আসন সংখ্যা ১৮৬টি৷

লিবারেল ও ডেমোক্রেটদের জোট এএলডিই-ও আরো ৩৩টি আসন হারিয়ে ১০১ আসনে নেমে যাবে৷ আর ইউরোপীয় সবুজ জোট ইএফএ ৫২ আসন থেকে নেমে ৪৪-এ এসে ঠেকবে৷

ইটালি, পোল্যান্ড ও ফ্রান্স ছাড়া জরিপের আওতাভুক্ত অন্য দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া ও স্পেন৷

জার্মানিতে আঙ্গেলা ম্যার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের বাভেরিয়ান সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)'র জোট ২৯ শতাংশ ভোট নিয়ে সবচেয়ে এগিয়ে৷ সামাজিক গণতন্ত্রী পার্টি ও সবুজ দল যথাক্রমে ১৬ ও ১৫ ভাগ এবং বামপন্থিরা ৯ ভাগ ভোট পাবে বলে আশা করছেন জরিপে অংশ নেয়া ইউরোপবাসীরা৷

উগ্র ডানপন্থি দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ইএনএফ-এর সদস্য না হলেও ১২ ভাগ ভোট পাবে বলে ধারণা করছে এই জরিপ৷

জেডএ/এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য