ইউরোপ যেভাবে সামলাচ্ছে পর্যটকের ঢল
পর্যটকবাহী জাহাজে সয়লাব নৌবন্দর, ট্যুর বাসে রাস্তায় যানজট, ইউরোপের বিভিন্ন অঞ্চলে এটিই এখন বাস্তবতা৷ এই উপচেপড়া পর্যটকের ঢল সামলাতে বিভিন্ন শহর নিয়েছে বিভিন্ন ব্যবস্থা৷ দেখুন ছবিঘরে৷
বসা যাবে না
ইটালির রাজধানীর অন্যান্য অনেক আকর্ষণের একটি- স্প্যানিশ স্টেপস৷ কিন্তু সেই সিঁড়িতে বসে সেলফি তোলায় এতটাই সময় পার করেন পর্যটকরা, যে ভিড়ের কারণে হাঁটাচলাই অসম্ভব হয়ে পড়ে৷ ফলে এবার শহর কর্তৃপক্ষ এই বিখ্যাত সিঁড়িতে বসাই নিষিদ্ধ করে দিয়েছে৷ নিষেধ অমান্যে পুলিশ ৪০০ ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে৷
ক্রুজ জাহাজের অত্যাচার
এই ধরনের ছবি ইটালির ভেনিসের নিত্যদিনকার চিত্র৷ শহরের মধ্যে খালগুলোতেও পর্যটকবাহী জাহাজ ঢুকে যাওয়ায় একদিকে স্থানীয়দের চলাচলের সমস্যা হয়, অন্যদিকে বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও৷ স্থানীয়রা দীর্ঘদিন ধরে জাহাজগুলো ঢুকতে না দেয়ার দাবি জানিয়ে আসছেন৷ কর্তৃপক্ষও এমন জাহাজের সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার কথা ভাবছে৷
ট্যুরিজমের ধাক্কায় ধকলে স্পেন
সমুদ্রসৈকত থেকে শুরু করে শহর, ট্যুরিস্ট স্পটগুলোতে স্থানীয় মানুষেরই দেখা পাওয়া মুশকিল৷ বার্সেলোনার মতো শহরে পর্যটকদের আনাগোনা এত বেড়ে যাওয়ায়, বাড়িভাড়া ও খাবারের দামও বেড়ে যাওয়ায় স্থানীয়রাই বাধ্য হচ্ছেন শহর ছাড়তে৷ ত্যক্ত-বিরক্ত হয়ে শহরের মেয়র জাহাজ আটকে দেয়া ও বিমানবন্দর সম্প্রসারণ বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন৷
ক্রোয়েশিয়ার যন্ত্রণা ‘গেম অব থ্রোনস’
জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর শ্যুটিংস্পটগুলো পর্যটকদের জন্য হয়ে দাঁড়িয়েছে নতুন আকর্ষণ৷ ২০১৯ সালে রেকর্ড পরিমাণ পর্যটক উপস্থিত হয়েছেন দুব্রোভনিকের কিংস ল্যান্ডিং এবং অন্যান্য স্পট দেখতে৷ এরই মধ্যে সাত লাখ ছাড়িয়েছে এ সংখ্যা, যা ২০১৮ সালের চেয়ে ২০ শতাংশ বেশি৷ ক্রোয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয় এরই মধ্যে জাহাজের সংখ্যা সীমিত করে দিয়েছে৷ ২০২০ সালে এ সংখ্যা আরো কমিয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে৷
হিমশিম নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের ভেনিসখ্যাত গিথোর্ন গ্রামে শুধু চীনা পর্যটকই আসেন বছরে সাড়ে তিন লাখ৷ ভিড় ঠেকাতে ডাচ ট্যুরিস্ট বোর্ড নিজেরা সব ধরনের প্রচার বন্ধ রেখেছে৷ আমস্টারডামে নতুন কোনো হোটেল ও স্যুভেনির শপ স্থাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ উন্মুক্ত স্থানে মদ্যপানের জন্য জরিমানার ব্যবস্থাও করা হয়েছে৷
হপ-অন, হপ-অফে নিষেধাজ্ঞা
২০১৮ সালে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় ছিল ফ্রান্সে৷ প্রায় নয় কোটি পর্যটক ভ্রমণ করেছেন দেশটিতে৷ যানজট কমাতে জুলাই মাসে প্যারিস শহরের কেন্দ্রে সব ধরনের পর্যটকবাহী বাস চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এ বছরের শেষেই কার্যকর হবে এ নিষেধাজ্ঞা৷
রেকর্ড ভাঙলো ভিয়েনা
২০১৯ সালের অর্ধেক শেষ না হতেই অতীতের রেকর্ড ভেঙে পর্যটকরা ভ্রমণ করেছেন অস্ট্রিয়ার রাজধানী৷ ট্যুরিজম অফিস এতে খুব খুশি হলেও কিভাবে বাড়তি ঢল সামলানো যাবে, তা নিয়ে বেশ চিন্তিত৷ বিশেষ করে দানিয়ুব নদীতে নৌকার ভিড় বেশ ভোগাচ্ছে শহর কর্তৃপক্ষকে৷ এয়ারবিএনবির সংখ্যা সীমিত করে দেয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ৷