1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোজোনে কমছে না মুদ্রাস্ফীতি

Sanjiv Burman৮ জানুয়ারি ২০২৫

পাঁচ মাসের মধ্যে ডিসেম্বরে ইউরোজোনে (যে সকল দেশে মুদ্রা হিসেবে ইউরো প্রচলিত) সর্বোচ্চ অবস্থানে ছিল মুদ্রাস্ফীতি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোন সম্ভাবনা নেই।

https://p.dw.com/p/4oxHG
ইউরোপিয়ান পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর তথ্য অনুসারে ২০২৪ এর জুলাই থেকেই ইউরোজোনে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী।
খাবারেরক্ষেত্রে মুদ্রাস্ফীতি আগের মাসের তুলনায় বাড়েনিছবি: Moritz Frankenberg/dpa/picture alliance

ইউরোপিয়ান পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর তথ্য অনুসারে ২০২৪ এর জুলাই থেকেই ইউরোজোনে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী। যে কারণে সামগ্রিকভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে সংস্থাটি।

সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি কমে ১.৭ শতাংশে নামলেও অভিন্ন মুদ্রার ইউরোজনের ২০টি দেশে গত তিন মাস ধরে তা আবারও বাড়তে থাকে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে মুদ্রাস্ফীতি অক্টোবরে ২%, নভেম্বরে ২.২% এবং ডিসেম্বরে ২.৪% এ পৌঁছেছে। 

উগ্র-ডানপন্থিদের মাঝে অভিবাসী জীবন

ডিসেম্বরে জ্বালানির দামও বেড়েছে কিছুটা আগের বছরের চেয়ে। ২০২৪ সালে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবকিছুর দাম বাড়ার পিছনে প্রত্যক্ষ ভূমিকা ছিল জ্বালানির মূল্য বৃদ্ধির। মুদ্রাস্ফীতির কারণে বিভিন্ন পরিষেবার খরচও বেড়েছে প্রায় ৪ শতাংশ। তবে খাদ্য, মদ ও সিগারেটের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অপরিবর্তিত ২.৭%-ই রয়েছে।

ইউরো স্ট্যাট এর তথ্য অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে ক্রোয়েশিয়াতে৷ এই হার ৪.৫%, আর বেলজিয়ামে বেড়েছে ৪.৪% এবঙ এস্তোনিয়াতে ৪.১%। সবচেয়ে কম প্রভাবিত হয়েছে আয়ারল্যান্ড - ১%, ইটালি ১.৪%, ও লুক্সেমবার্গ ১.৬%।

ইউরো স্ট্যাট জার্মানিতে মুদ্রাস্ফীতির হার ২.৮% বললেও জার্মানির নিজস্ব জরিপ বলছে, ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতি ছিল ২.৬%। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর ২০২২ এর শেষ নাগাদ ইউরোজোনের দেশগুলোতে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ১০% এ পৌঁছেছিল। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ এর ডিসেম্বরের মাঝামাঝি বেশ কিছু ক্ষেত্রে সুদের হারের আবারও কমিয়েছে।

রিচার্ড কনর/এসএইচ