ইউরোকাপে জার্মানি
৭ জুন ২০১২শুক্রবার ইউরোকাপের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক দেশ পোল্যান্ড আর গ্রিস৷ ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী'র মতে, ঘরের মাঠে পোল্যান্ড দারুণ কিছু করার জন্য মুখিয়ে আছে৷ তাই তারা মরিয়া চেষ্টা করবে প্রথম ম্যাচ জিতে নিয়ে দেশ এবং জাতিকে খুশি করার৷ উল্টোদিকে রয়েছে গ্রিস৷ ২০০৪ সালে গ্রিস ইউরো কাপ জিতে নিয়ে বড়সড়ো চমক সৃষ্টি করেছিল৷ সুতরাং, তারা যে কেমন খেলবে এবারে, তা আগে থেকে বলা মুশকিল৷ তাই একথা বললে ভুল হবেনা যে গ্রিসও জিতে যেতেই পারে৷
দ্বিতীয় ম্যাচে জার্মানি মুখোমুখি হচ্ছে পর্তুগালের৷ অরুণাভ'র মতে, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ এবারে যে দল গড়েছেন, তা অভাবনীয়৷ পর্তুগালের রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত প্রতিভাবান বিশ্বমাপের খেলোয়াড়৷ সুতরাং দুই দলই সমান তৈরি৷ তবে অরুণাভ জানাচ্ছেন, জার্মানির সবসময়েই কোন বড় মাপের টুর্নামেন্টে প্রথম খেলায় একটা দুর্ভাগ্য কাজ করে থাকে৷ এবারেও যাতে সেটা না হয়, সেটাই চান চিনি সর্বান্তকরণে৷ তবে এবারের জার্মান দলটার বৈশিষ্ট্য এমন যে এই দলের পক্ষে ইউরোকাপ জেতা সম্ভব বলেই তাঁর দৃঢ় বিশ্বাস৷
এর বাইরে রয়েছে আরেকটা ম্যাচ, যাতে স্পেন আর ইটালির মধ্যে খেলা হবে৷ সে খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেই এগিয়ে রাখছেন অরুণাভ৷ কারণ, সাম্প্রতিক সময়ে ইটালি বেশ কিছু সমস্যায় পড়েছে৷ দলের মধ্যে একজন খেলোয়াড়কে পুলিশের খপ্পরে পড়তে হয়েছি সম্প্রতি, কোয়ালিফাইং রাউন্ডেও তেমন কিছু করে দেখাতে তারা ব্যর্থ৷ তবুও অরুণাভর মতে, ইটালি টুর্নামেন্টের মধ্যে সবসময়েই নিজেদেরকে উন্নত করার ক্ষমতা রাখে৷ তাই এই খেলাটাও যে উপভোগ্য হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত৷
সাক্ষাৎকার: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন