1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোকাপে জার্মানি

৭ জুন ২০১২

শুক্রবার শুরু হচ্ছে ধুন্ধুমার ইউরোকাপ৷ প্রথম খেলাতে মুখোমুখি পোল্যান্ড আর গ্রিস৷ পর্তুগালের বিরুদ্ধে জার্মানির সম্ভাবনা ভালোই বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/15AC6
The Euro trophy displayed in Kiev, Ukraine, Friday, May 11, 2012. The 'UEFA EURO 2012 Follow the Trophy" tour will visit seven Ukrainian cities, including the four host cities. The soccer Euro 2012 tournament kicks off June 8, 2012 in Warsaw and ends with the final on July 1 in Kiev. 31 matches will be played in eight Polish and Ukrainian cities. (Foto:Efrem Lukatsky/AP/dapd)
ছবি: dapd

শুক্রবার ইউরোকাপের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক দেশ পোল্যান্ড আর গ্রিস৷ ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী'র মতে, ঘরের মাঠে পোল্যান্ড দারুণ কিছু করার জন্য মুখিয়ে আছে৷ তাই তারা মরিয়া চেষ্টা করবে প্রথম ম্যাচ জিতে নিয়ে দেশ এবং জাতিকে খুশি করার৷ উল্টোদিকে রয়েছে গ্রিস৷ ২০০৪ সালে গ্রিস ইউরো কাপ জিতে নিয়ে বড়সড়ো চমক সৃষ্টি করেছিল৷ সুতরাং, তারা যে কেমন খেলবে এবারে, তা আগে থেকে বলা মুশকিল৷ তাই একথা বললে ভুল হবেনা যে গ্রিসও জিতে যেতেই পারে৷

দ্বিতীয় ম্যাচে জার্মানি মুখোমুখি হচ্ছে পর্তুগালের৷ অরুণাভ'র মতে, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ এবারে যে দল গড়েছেন, তা অভাবনীয়৷ পর্তুগালের রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত প্রতিভাবান বিশ্বমাপের খেলোয়াড়৷ সুতরাং দুই দলই সমান তৈরি৷ তবে অরুণাভ জানাচ্ছেন, জার্মানির সবসময়েই কোন বড় মাপের টুর্নামেন্টে প্রথম খেলায় একটা দুর্ভাগ্য কাজ করে থাকে৷ এবারেও যাতে সেটা না হয়, সেটাই চান চিনি সর্বান্তকরণে৷ তবে এবারের জার্মান দলটার বৈশিষ্ট্য এমন যে এই দলের পক্ষে ইউরোকাপ জেতা সম্ভব বলেই তাঁর দৃঢ় বিশ্বাস৷

BM/080612/ Interview Football from Arunava Chaudhary - MP3-Mono

এর বাইরে রয়েছে আরেকটা ম্যাচ, যাতে স্পেন আর ইটালির মধ্যে খেলা হবে৷ সে খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেই এগিয়ে রাখছেন অরুণাভ৷ কারণ, সাম্প্রতিক সময়ে ইটালি বেশ কিছু সমস্যায় পড়েছে৷ দলের মধ্যে একজন খেলোয়াড়কে পুলিশের খপ্পরে পড়তে হয়েছি সম্প্রতি, কোয়ালিফাইং রাউন্ডেও তেমন কিছু করে দেখাতে তারা ব্যর্থ৷ তবুও অরুণাভর মতে, ইটালি টুর্নামেন্টের মধ্যে সবসময়েই নিজেদেরকে উন্নত করার ক্ষমতা রাখে৷ তাই এই খেলাটাও যে উপভোগ্য হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত৷

সাক্ষাৎকার: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য