ইউরো ২০২৪: কেমনভাবে নিরাপত্তা নিশ্চিত করছে জার্মানি
ইউয়েফা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো ২০২৪ হচ্ছে জার্মানিতে। বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তা।
আইএস নিয়ে চিন্তা
গত সপ্তাহে এক সন্দেহভাজন আইএস, সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ইউরো ২০২৪-এ কাজ করার জন্য আবেদন করেছিল। তবে আবেদন খারিজ হয়। তার জার্মানি, মরক্কো ও পোল্যান্ডের নাগরিকত্ব আছে। সে আইএসের শাখা সংগঠনকে এক হাজার সাতশ পাউন্ড দিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর ইউরো ২০২৪-এর নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে।
কী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী?
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, ''যে কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় আমরা পুরোপুরি তৈরি। আমাদের বিশেষ দল আছে। তবে একশ শতাংশ নিরাপত্তা বলে কিছু হয় না। আমাদের কাছে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাথমিকতা পাচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত। আশা করি এই টুর্নামেন্ট শান্তিপূর্ণ হবে।''
২৭ লাখ দর্শক
ইউরো চ্যাম্পিয়নশিপ চলবে ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। ২৭ লাখ দর্শক ইউরো কাপ দেখবেন। প্রচুর মানুষ জার্মানির বাইরে থেকে আসবেন। জার্মানির ১০টি শহরে ৫১টি ম্যাচ হবে। সেই সব ম্যাচ মোট ২৭ লাখ মানুষ দেখবেন বলে মনে করা হচ্ছে।
অন্য দেশ থেকেও
অন্য দেশ থেকে ৫৮০ জন পুলিশ অফিসার আসছেন। যে সব শহরে ম্যাচ হবে, তারা সেখানে নিরাপত্তার কাজে জার্মানির পুলিশকে সাহায্য করবেন। উপরের ছবিটি জার্মানির পুলিশের।
বিশেষ নজর
জার্মানির ট্রেন স্টেশনগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। ট্রেনও বাড়তি নজরদারি থাকবে। জার্মানির সীমান্তেও বিশেষ পরীক্ষার ব্যবস্থা থাকবে। ১৯ জুলাই পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।
চিন্তা ফুটবল গুণ্ডাদের নিয়েও
ফ্রেজা জানিয়েছেন, শুধু আইএসের মতো সংগঠনই নিরাপত্তার জন্য বিপদের কারণ নয়, ফুডবল গুণ্ডাদের নিয়েও তারা চিন্তিত। নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের বিপদের কথা মাথায় রাখা হচ্ছে ও তা মোকাবিলার ব্যবস্থা করা হচ্ছে।
তারকাদের দেখতে
ইউরো ২০২৪-এর আরেক আকর্ষণ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লুকা মডরিজ। রোনাল্ডোর বয়স ৩৯ ও লুকার ৩৮ বছর। বর্তমান ফুটবলে গতি, স্ট্যামিনা ও সর্বোচ্চ পর্যায়ের শারীরিক সক্ষমতা থাকা দরকার। এই বয়সেও সেটা দেখাতে পারছেন এই দুই ফুটবল তারকা। তারা প্রমাণ করে দিয়েছেন, বয়স তাদের কাছে হার মেনেছে। ইউরো ২০২৪-এর অন্যতম আকর্ষণ তারা। হয়ত এটাই তাদের শেষ ইউরো কাপ। তাদের খেলা দেখতেও প্রচুর মানুষ আসবেন।