1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো বাছাইপর্বের খেলায় জার্মানি হারাল তুরস্ককে

৮ অক্টোবর ২০১১

শুক্রবার রাতে ইউরো ২০১২ বাছাই পর্বের বেশ কয়েকটি খেলা হয়েছে৷ এর মধ্যে জার্মানি নিজেদের খেলায় তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে৷ খেলাটি হয়েছে ইস্তান্বুলে৷ এই নিয়ে বাছাইপর্বের নয়টি খেলাতেই জিতলো জার্মানি৷

https://p.dw.com/p/12oAz
ছবি: dapd

জার্মান দলের খেলা বাকী আছে আর একটি৷ সেটা হবে মঙ্গলবার৷ বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচটি হবে জার্মানির ড্যুসেলডর্ফ শহরে৷ ঐ খেলায়ও জিতে অপরাজিত থাকতে চান জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ সেজন্য দলে খুব বেশি পরিবর্তন আনা হবেনা বলে জানিয়েও দিয়েছেন তিনি৷

শুক্রবারের ম্যাচে জার্মানির পক্ষে গোল তিনটি করেন বায়ার্ন মিউনিখের তিন খেলোয়াড় মারিও গোমেস, টমাস ম্যুলার ও বাস্টিয়ান শোয়াইন্সটাইগার৷ প্রথম গোলটি হয়েছে খেলার প্রথমার্ধে৷ করেছেন গোমেস৷ এটা ছিল এই মৌসুমে জার্মানি ও বায়ার্নের পক্ষে খেলা গোমেসের ১৩তম ম্যাচ এবং তাঁর মোট গোলের সংখ্যাও ১৩৷ পরের গোলটি করেন ম্যুলার৷ আর তৃতীয় গোলটি আসে পেনাল্টি থেকে৷

তবে জার্মানির দুটি গোলের পর তুরস্ক তাদের একমাত্র গোলটি করে৷ গোলদাতা হাকান বাল্টাকে ঠিকমত দেখে না রাখতে পারায় ম্যুলারের উপর কিছুটা বিরক্ত মনে হয়েছে জার্মান কোচকে৷ খেলা শেষে ম্যুলারও সেটা স্বীকার করে নিয়েছেন৷

এছাড়া দলের খেলা নিয়ে তুষ্ট জার্মান কোচ৷ তিনি বলেন, ‘আমরা গোলের আরও সুযোগ পেয়েছিলাম৷ তবে তুরস্কে গিয়ে ৫০ হাজার তুর্কি সমর্থকদের সামনে তাদেরকে ৩-১ গোলে হারানো একটা ভাল ফলাফলই বলা যায়৷'

জার্মানি অবশ্য অনেক আগেই ইউরো ২০১২'তে খেলা নিশ্চিত করেছে৷ তবে তুরস্ককে ইউরো খেলতে হলে আগামী মঙ্গলবার শেষ রাউন্ডের খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ সেদিন তাদের খেলা আজারবাইজানের সঙ্গে৷

জার্মানির মতো এখনো বাছাইপর্বে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে স্পেন আর নেদারল্যান্ডসের৷ ইউরোতে খেলবে মোট ১৬টি দল৷ এর মধ্যে সাতটি দল ঠিক হয়ে গেছে৷

শুক্রবারের অন্যান্য খেলায় ইংল্যান্ড মন্টেনিগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরোতে খেলা নিশ্চিত করেছে৷ তবে ফ্রান্স এখনো সেটা পারেনি৷ আগামী মঙ্গলবার তাদের খেলা বসনিয়ার সঙ্গে৷ ঐ খেলায় যে জিতবে সেই চলে যাবে ইউরোর চূড়ান্ত পর্বে৷ তবে ফ্রান্সের জন্য সুখবর হলো খেলাটা হবে প্যারিসে৷

উল্লেখ্য, ইউরো ২০১২ সালের এবারের আয়োজক দেশ পোল্যান্ড ও ইউক্রেন৷ নিয়মের কারণে তারা এমনিতেই ইউরোতে খেলতে পারবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য