1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকার উন্নতির লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সের ঐক্য

২২ অক্টোবর ২০১৪

ফ্রান্সের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে জার্মানি৷ সামগ্রিকভাবে ইউরো এলাকায় বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশ যৌথ উদ্যোগ নেবে৷ তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কিছু মহল৷

https://p.dw.com/p/1DZJk
Symbolbild - EZB
ছবি: Getty Images/A. Dedert

ইউরোপের চালিকা শক্তি হিসেবে পরিচিত জার্মানি এতকাল অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকলেও ইউরো এলাকার দ্বিতীয় শক্তিশালী দেশ ফ্রান্সের অর্থনীতি বিপর্যস্ত হয়ে রয়েছে৷ এই অবস্থায় দুই দেশ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে ইউরো এলাকার অর্থনীতিকে চাঙ্গা করার পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে৷ ফ্রান্স দ্রুত কাঠামোগত সংস্কার না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে৷ সে দেশের মাত্রাতিরিক্ত বাজেট ঘাটতি নিয়ে সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বোঝাপড়াও প্রয়োজন৷ জার্মানির বেসরকারি ক্ষেত্র ফ্রান্সে বড় আকারে বিনিয়োগ করে সে দেশকে কিছুটা সাহায্য করতে পারবে৷

জার্মানির নিজস্ব প্রবৃদ্ধিও প্রশ্নের মুখে পড়েছে৷ ফলে ইউরো এলাকা আবার মন্দার কবলে পড়তে পারে, এমন আশঙ্কা দেখা যাচ্ছে৷ জার্মানি স্টিমুলাস বা বাড়তি অর্থ ব্যয় করে অর্থনীতিকে চাঙ্গা করার প্রচেষ্টার বিরোধী হলেও ইউরোপে বিনিয়োগ সম্পর্কে নতুন করে চিন্তা-ভাবনা করার কথা বলছে৷ অর্থাৎ জার্মানির মতে, এমন সব ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত, যার ফলে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠতে পারে৷ ফ্রান্স ও জার্মানি আগামী ডিসেম্বর মাসে এ বিষয়ে এক যৌথ রিপোর্ট পেশ করবে৷

Euro-Münzen
জার্মানি ও ফ্রান্স পারস্পরিক বিনিয়োগ বাড়িয়ে ইউরো এলাকার অর্থনীতিতে আরো ইতিবাচক ভূমিকা রাখবেছবি: picture-alliance/dpa

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ‘ডিফ্লেশন' বা অস্বাভাবিক কম মূল্যস্ফীতির মোকাবিলা করতে নিজস্ব কাঠামোর মধ্যে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে৷ তবে ইসিবি বার বার বলছে, সরকারি স্তরেও সক্রিয় পদক্ষেপের প্রয়োজন৷ অর্থাৎ চাই আরও সরকারি ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের সহায়তায় আরও সংস্কার৷ কিন্তু জার্মানির মতো শক্তিশালী দেশ এখনো তার নিজস্ব নীতিতে অটল রয়েছে৷ অনেকে ইসিবি ও জার্মানির মধ্যে সমন্বয় ও বোঝাপড়ার অভাবকে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী করছে৷ তাছাড়া অ্যামেরিকার সঙ্গে মুক্ত বাজার চুক্তি, ত্রিশ হাজার কোটি ইউরোর অবকাঠামো তহবিল, ফ্রান্স ও ইটালিতে শ্রমবাজারের নিয়ম শিথিল করার মতো পরিকল্পনা দ্রুত কার্যকর করলে ইউরোপের অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷

শুক্রবার কিছুটা উন্নতির পর সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার আবার কিছুটা ধাক্কা খেয়েছে৷ ইউরো এলাকায় প্রবৃদ্ধির অভাব প্রায় এক মাস ধরে বাজারকে অস্থির করে রেখেছে৷ বিশ্বের বাকি প্রান্তেও আশা অনুযায়ী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না৷ তবে মঙ্গলবার পুঁজিবাজার আবার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷

এসবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য