ইউরোপের কিছু সুন্দর সমুদ্রতট
ইউরোপের সমুদ্র উপকূল সবমিলিয়ে দশহাজার কিলোমিটার দীর্ঘ৷ ফলে সমুদ্রপ্রেমী ক্রীড়াবিদ, পর্যটক আর আমুদে মানুষদের জন্য আদর্শ এই মহাদেশ৷ এখানকার কিছু সুন্দর সমুদ্রতট থেকে ঘুরে আসি চলুন৷
আলগারভ, পর্তুগাল
পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ আলগারভ৷ সেখানকার এবড়োথেবড়ো উপকূলরেখা, মনোমুগ্ধকর খাড়ি আর সোনালি সৈকত অনেকের বিশেষ পছন্দ৷ ইউরোপের সেসব অঞ্চলে সূর্যের আলো সবচেয়ে বেশি মেলে তার একটি এটি৷
সিসিলি, ইটালি
ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ সিসিলি৷ সেখানে মধ্যযুগীয় বিভিন্ন শহর, প্রাচীন ধ্বংসাবশেষ এবং চমৎকার সব স্নান রিসর্টের দেখা মেলে৷
সাউথ আটলান্টিক, ফ্রান্স
হোসেগরে ঢেউয়ের উচ্চতা তিনমিটার পর্যন্ত ওঠে যা সার্ফিংয়ের জন্য বেশ ভালো৷ ১৯৭০ সাল থেকে এই রিসোর্টে আন্তর্জাতিক সার্ফ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে৷
ক্রীট, গ্রিস
গ্রিসের সবচেয়ে বড় এই দ্বীপ টলটলে পানি আর অসংখ্য সমুদ্রতটের জন্য বিখ্যাত৷ সমুদ্রসৈকতে গোলাপি আভা দেখা যায় কারণ সেখানে অনেক ছোট ছোট ঝিনুক ভেসে আসে৷
হিডেনসে, জার্মানি
জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলের এই বাল্টিক দ্বীপটি প্রকৃতিপ্রেমী আর নিয়মিত পর্যটকদের বেশ প্রিয়৷ দ্বীপটিতে ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ, বহুতল হোটেলও নেই৷ সেখানে ঘুরতে হবে সাইকেল, ঘোড়ার গাড়ি কিংবা পায়ে হেঁটে৷
ডেভন, ব্রিটেন
মৃদু আবহাওয়া আর বালুময় সমুদ্রতটের জন্য ডেভন অনেকের কাছে ‘‘ইংলিশ রিভিয়েরা’’ নামে পরিচিত৷ সেখানে বেশ কয়েকটি অসাধারণ সুন্দর সাগর ঘেঁষা রিসোর্ট রয়েছে৷
ম্যাগলা, তুরস্ক
যারা পর্যটকদের ভিড় এড়িয়ে একটু নিরিবিলি পরিবেশে ভূমধ্যসাগরের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এক আদর্শ গন্তব্য ম্যাগলা৷ এই দ্বীপে সামুদ্রিক কাছিমের দেখা মেলে যেগুলোকে রক্ষায় বিশেষ ব্যবস্থাও রয়েছে সেখানে৷